Wifi ইন্টারনেটের গতি বাড়ানোর উপায় এবং কৌশল : বর্তমান এই সময়ে ইন্টারনেট যেন আমাদের হাতের মুঠোয়।কারণ, Wifi ইন্টারনেটেরর কানেকশন দিয়ে ঘরে বসেই মুহুর্তের মধ্যে সমস্ত পৃথিবীর খবরাখবর আমরা পেয়ে যাই।আর এখন করোনা পরিস্থিতিতে ইন্টারনেট যেনো আমাদের সবচেয়ে কাছের বন্ধু।
বর্তমানে আমরা সবাই অফিসের কার্যক্রম, অনলাইনে পাঠদান এবং বাসা বাড়িতে Wifi রাউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছি। কিন্তু প্রায় সময়ই বাসায় কিংবা অফিসের কাজ চলাকালীন সময়ে Wifi ইন্টারনেটের গতি স্লো বা ডাউন এর কারণে আমাদের কাজে ডিস্টার্ব হয়।
তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব Wifi ইন্টারনেটের গতি বাড়ানোর উপায় বা কৌশল, যেগুলোর মাধ্যমে খুব সহজেই আপনি Wifi ইন্টারনেটের গতি বা গতি স্পিড বাড়াতে পারবেন। তাই Wifi ইন্টারনেটের গতি বাড়ানোর উপায় এবং কৌশল আর্টিকেলটি না পড়ে যাবেন না কিন্তু!
[আরো পড়ুনঃ ] ডোমেইন ও হোস্টিং কি ?
WIFI Internet (ওয়াইফাই ইন্টারনেটের) এর সিকিউরিটি নিশ্চিত করুন
যদি আপনার Wifi ইন্টারনেটের গতি স্লো কাজ করে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার Wifi ইন্টারনেটের রাউটার এর সাথে অন্য কোনো ব্যক্তির ডিভাইসের কানেক্টেড আছে। সেক্ষেত্রে, আপনার ওয়াইফাই ( Wifi )এর ভালো একটি পাসওয়ার্ড নিশ্চিত করুন। Wifi পাসওয়ার্ড এর মাধ্যমে আপনি আপনার রাউটারকে সিকিউরিটি রাখতে পারেন।
ফলে, অন্য কোনো ব্যক্তির ডিভাইস কানেক্টেড হতে পারবে না। তাই কম ডিভাইস সংযুক্ত করতে হবে এবং শক্তিশালী একটি পাসওয়ার্ড দিয়ে অটো ডিভাইস কানেক্ট বন্ধ করে দিতে হবে।এতে করে আপনার Wifi ইন্টারনেটের গতি বা স্পিড তখন স্বাভাবিক থাকবে।
ওয়াইফাই ( Wifi ) রাউটারের জন্য সঠিক স্থান নির্বাচন
Wifi ইন্টারনেটের গতি বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই রাউটারের জন্য সঠিক একটি জায়গা নির্বাচন করতে হবে। আবার এমন কোন জায়গা নয়,যেখানে রাখলে রাউটার চোখেই যেন না পড়ে। অনেক সময় দেখা যায়, বাসার মধ্যে এমন অনেক জায়গা থাকে যেখানে রাউটার বসালে Wifi ইন্টারনেটের ভালো স্পিড পাওয়া যায় না।এটিকে মূলত ওয়্যারলেস ডেড স্পট বলা হয়।
আপনাদের খেয়াল রাখতে হবে এসব ডেড স্পটে যেন রাউটার স্থাপন না করা হয়। Wifi রাউটারটি আপনাকে এমন একটি জায়গায় রাখতে হবে, যেন সে স্থানটি খোলামেলা, একটু উঁচু হয় যেমন কোন ফার্নিচারের উপর রাখতে হবে। যেখান থেকে আপনার রাউটার ও ডিভাইসগুলোর মধ্যবর্তী কোন বস্তুগত বাধা না হয়।মনে রাখতে হবে, ওয়াইফাই যদিও তারবিহীন কিন্তু স্থান ঠিক না হওয়ার কারণে এটির স্বাভাবিক Wifi ইন্টারনেটের গতির বিঘ্ন ঘটে।
[আরো পড়ুনঃ ] ফেইসবুক মার্কেটিং কি? ফেইসবুক মার্কেটিং কিভাবে করবো ?
রিপিটার কানেক্টের মাধ্যমে Wifi ইন্টারনেটের গতি বাড়ানো
আপনারা হয়ত অনেকে জানেন, ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য রিপিটার অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। রিপিটার ওয়াইফাই এর স্পিড বাড়াতে সাহায্য করে। রিপিটার এখন অনলাইন শপিং সাইটে কিংবা মোবাইল শপ এ পাওয়া যায়। রিপিটার এর দাম মোটামুটি ১০০০ থেকে শুরু হয়।যদি আপনাদের বাসায় পুরনো কোনও ভালো রাউটার থাকে সেটাও আপনারা রিপিটার হিসাবে ব্যবহার করতে পারেন । তবে এর জন্য আপনাকে সেটিং পেজে গিয়ে কনফিগার করে নিতে হবে।
Wifi রাউটার সংযোগকারি তারগুলো পরীক্ষা করুন
মাঝে মাঝে দেখবেন, রাউটারে সংযোগকারী যে তারগুলো রয়েছে, সেগুলো আলগা হয়ে গেলে বা পাঞ্চড হয়ে গেলে Wifi ইন্টারনেটের গতি স্লো বা ডাউন হয়ে যেতে পারে। আপনাকে নিশ্চিত করতে হবে রাউটার সংযোগকারী তারগুলো সঠিকভাবে আছে এবং ঠিকভাবে সংযুক্ত আছে।
[আরো পড়ুনঃ ] Android Photo Editing App 2022
সঠিক চ্যানেল ও ফ্রিকোয়েন্সি বেছে নিতে হবে
যদি আপনি নতুন রাউটার নিয়ে থাকেন,তাহলে মনে রাখতে হবে রাউটারে অনেকগুলো চ্যানেল থাকে। অনেক সময় দেখা যায়, Wifi ইন্টারনেটের গতি রাউটারের চ্যানেল পরিবর্তনের ফলেও বাড়তে পারে। আবাসিক ভবনগুলোতে রাউটারের ওয়াইফাই সিগন্যাল, মাইক্রোওয়েভ ওয়াইফাই,তারবিহীন ফোন সিগন্যালের বাধা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে আপনারা কয়েকবার চেষ্টা করে খুঁজে নিতে পারবেন দ্রুতগতির চ্যানেলগুলো।
বর্তমানে আধুনিক অনেক রাউটার রয়েছে, যেগুলো আপনারা শপ দেখতে পাবেন।এসব রাউটার গুলোতে বিভিন্ন ফ্রিকোয়েন্সী থাকে বিশেষ করে ২.৪ ও ৫ গিগাহার্টজ। বড় ঘরগুলোর জন্য ২.৪ গিগাহার্টজই কার্যকরী বেশি। তাই সঠিক ফ্রিকোয়েন্সী ও চ্যানেলের মাধ্যমে আপনারা Wifi ইন্টারনেটের গতি বাড়াতে পারবেন।
ল্যান ক্যাবলের ব্যবহার করে Wifi ইন্টারনেটের গতি বৃদ্ধি
Wifi ইন্টারনেটের গতি বাড়াতে এটি আরেকটি কৌশল,যেটি আপনারা অনুসরণ করতে পারেন। আপনি যদি আরো বেশি ইন্টারনেট স্পিড পেতে চান তাহলে ল্যান ক্যাবলের ব্যবহার করুন। এই ক্যাবলের মধ্যেও যদি আপনি পুরনো কোনো ল্যান ক্যাবল ব্যবহার করেন তাহলে ইন্টারনেট গতি কমে যেতে পারে। ভালো হয় যদি আপনি ক্যাট-৬, ক্যাট-৬এ জাতীয় ল্যান ক্যাবল ব্যবহার করেন। এরপরই দেখবেন আপনি খুব দ্রুত স্পিডে ওয়াইফাই ইউজ করতে পারছেন।
[আরো পড়ুনঃ ] পড়া মনে রাখার গোপন কৌশল 2022
Wifi ইন্টারনেটের গতি বাড়ানোর উপায় – বোনাস টিপস
১. রাউটারের কার্যক্ষমতা বাড়াতে অ্যান্টেনা পরিবর্তন করে এক্সটারনাল অ্যান্টেনা রাউটারের সামনে ব্যবহার করতে পারেন।
২. Wifi ইন্টারনেট যদি স্পিড কমে যায়, তাহলে রাউটার আবার রিস্টার্ট দিলে গতি স্বাভাবিক ভাবে কাজ করে।
৩. যদি আপনার রাউটারটি কোনো ইলেকট্রনিক ডিভাইস এর সামনাসামনি থাকে তাহলে ইলেকট্রনিক ডিভাইস গুলো সরিয়ে ফেলুন।কারণ এতে আপনার ইন্টারনেটের স্পিড বাধাগ্রস্ত হয়।
৪. প্রতিদিন ব্যবহার করার আগে রাউটার অন্তত ২০ মিনিট অফ রাখুন।
৫. জরুরী প্রয়োজন ছাড়া ভিপিএন ব্যবহার করা থেকে বিরত থাকুন।
উপসংহার
আমরা জানি, রাউটারের গতি কমে গেলে স্বাভাবিকভাবেই Wifi ইন্টারনেটের গতি বা স্পিডও কমে
যায়। তাই মোবাইল, অন্যান্য ডিভাইসগুলো নিয়মিত ভাইরাস স্ক্যান এবং ভালো কোয়ালিটির রাউটারের ব্যবহার ওয়াইফাই ইন্টারনেটের গতি বাড়ানো যায়। উপরের দেওয়া কৌশল ও উপায়গুলো অবলম্বন করলে আপনার Wifi ইন্টারনেটের গতি বাড়াতে পারবেন খুব সহজেই।
Follow on- Pinterest
www.TachBangla.com