Elementor এবং Elementor Pro কি ? ওয়েবসাইট ডিসাইন করা যায় ? আসসালামুআলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন সুস্থ আছেন। আমাদের আজকে টপিকটি হতে চলেছে Elementor and Elementor Pro দুইটি কিভাবে আমাদের ওয়েবসাইটে Install করবো।
Elementor কি ?
Elemento হচ্ছে একটি Page Builder। এটি জনপ্রিয় একটি Page Builder । বর্তমান সময়ে যে কোন একটি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে সবথেকে সহজ যে মাধ্যমটি হলো সেটি হচ্ছে Builder দিয়ে ওয়েবসাইট তৈরি করা। আর সেই ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে অনেক গুলো Builder রয়েছে। যার মধ্যে সবথেকে জনপ্রিয় যে Builder টি হলো সেটি হচ্ছে Elementor and Elementor Pro .
[★★] ইউটিউব চ্যানেল খোলার সহজ নিয়ম 2022 Tach Bangla
Elementor and Elementor Pro এদের মধ্যে পার্থক্য কি ?
প্রথমত Elementor and Elementor Pro এই 2 টি Version এর মধ্যে শুধুমাত্র Elementor যে ভার্সনটি রয়েছে সেটি হচ্চে Free Version তার পাশাপাশি Elementor Pro Paid Version । তবে এই দুই টি Plugin এর মধ্যে রয়েছে আরও অনেক ধরনের তফাৎ। প্রথমটি এলিমেন্ট এর সাহায্যে আমরা শুধুমাত্র বেসিক কাজগুলো করতে পারি। তবে অনেকগুলো কাজ রয়েছে যে কাজগুলো আমরা করতে পারি না।
আবার দ্বিতীয়তঃ যেই Version টি রয়েছে সেটি হচ্ছে Elementor Pro । যার সাহায্যে আমরা ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন এর দুটি কাজে করতে পারি। তাছাড়া Elementor Pro তে রয়েছে। সবগুলোই ব্যবহার করতে পারি। তাছাড়া Elementor Pro এর মধ্যে রয়েছে টেমপ্লেট অর্থাৎ Free টেম্পলেট ব্যবহার করার সুবিধা।
তা ছাড়া আরো অনেকগুলো Widget রয়েছে। যে Widgets গুলো ব্যবহার করে আমরা খুব সহজে একটি Landing Page Website Design করে নিতে পারি। যেটি আমরা ফ্রি ভার্সন এর মধ্যে পেয়ে থাকি না।
[★★] কম্পিউটার বা ল্যাপটপ কেনার আগে অবশ্যই সতর্ক থাকবেন
Elementor আমরা কিসের জন্য ব্যবহার করি ?
Elementor ব্যবহার করা হয় শুধুমাত্র ওয়েবসাইট ডিজাইন করার জন্য। ওয়েবসাইট ডিজাইন করার জন্য কয়েকটি ভাগে ডিজাইন করা যায়। যারা কোডিং দিয়ে ওয়েবসাইট ডিজাইনের কাজ করে থাকে তাদেরকে Full Stack Web Designer বলা হয়। আবার যারা Elementor দিয়ে ওয়েবসাইট ডিজাইন করা হয় তাদেরকে ওয়েবসাইট ডিজাইনার বলা হয়।
কোডিং এবং এলিমেন্ট এর মধ্যে বর্তমানে Elementor কে বেশি প্রাধান্য দেওয়া হয়। এর কারণ হলো Elementor এর সাহায্যে খুব সহজেই যে কোন ওয়েবসাইটকে কপি করা যায়। অথবা যেকোনো ওয়েবসাইট দ্রুত সময়ের মধ্যে ডিজাইন করা যায়। তাই বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইট ডিজাইনের কাজে Elementor ব্যবহার করা হয়।
Elementor এর সাহায্যে কি কি ওয়েবসাইট বানানো যায় ?
Elementor এর সাহায্যে হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম ওয়েবসাইটগুলি ডিজাইন করা যায়। বর্তমানে বাংলাদেশের কিছু নিউজ ওয়েবসাইট রয়েছে। যেমন প্রথম আলো যুগান্তর দৈনিক ইত্তেফাক সহ আরো বেশ কিছু ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলো এলিমেন্ট এর সাহায্যে দ্রুততার সাথে ডিজাইন করা যায়। আবার অনেকেই আছে যাদের নিজস্ব একটি পোর্টফোলিও তৈরি করার জন্য ওয়েবসাইট বানানোর চেষ্টা করে।
যারা কোডিং দিয়ে ওয়েবসাইট তৈরি করতে ব্যর্থ হয় , তারা এলিমেন্ট এর সাহায্যে কম সময়ের মধ্যে তাদের নিজস্ব একটি পোর্টফোলিও তৈরি করতে পারে ডোমেইন হোস্টিং এর সাহায্যে। তাছাড়া এলিমেন্ট এর সাহায্যে নিউস সাইট , হেলথ, পার্সোনাল ব্লগ, পোর্টফোলিও, ম্যাগাজিন ওয়েবসাইটসহ আরো বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা যায়।
[★★] গুগল সম্পর্কে অজানা তথ্যসমূহ
মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করা যায় ?
হ্যাঁ অবশ্যই এই মিটারের সাহায্যে আপনি মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। এলিমেন্ট এর মধ্যে রয়েছে অসাধারণ ফিউচারস। যেসকল ফিউচার গুলি ব্যবহার করার মাধ্যমে আপনি যেকোনো ডিভাইসের জন্য আলাদা আলাদা টেমপ্লেট বানিয়ে নিতে পারবেন। আপনি চাইলে ডেস্কটপ বা শোনার জন্য একটি ট্যাবলেট এবং মোবাইল ভার্সন এর জন্য একটি টেমপ্লেট বানিয়ে নিতে পারেন আপনার সুবিধামতো। সেইসাথে মার্জিন এবং প্যাডিং সেইসাথে রেস্পন্সিভ ব্যবহার করে আপনি যে কোন ডিভাইস ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে পারেন মুহূর্তের মধ্যে।
Elementor কি ফ্রি নাকি পেইড ?
Elementor এটির ফ্রী ভার্সন রয়েছে এবং পেইড ভার্সন রয়েছে। তবে পেইন্ট ভাষণের জন্য তাকে প্রতি বছরে একটি নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে। তাহলে আপনি Elementor Pro ভার্শন টি ব্যবহার করতে পারবেন।
যেকোনো Theme এবং Plugin সার্ভিস পেতে ভিসিট করুন :
[★★] BMSMarketer
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার এই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। নিত্য প্রতিদিন টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের টেক বাংলা ওয়েব সাইটটি ভিজিট করবেন।
সেই সাথে আপনারা যারা পোস্ট অথবা কনটেন্ট লিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।