সার্চ ইঞ্জিন বা SEO : আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম SEO বা সার্চ ইঞ্জিন টিপস অ্যান্ড ট্রিক নিয়ে। আসলে আমরা যেটা সংক্ষেপে বুঝি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
SEO বা সার্চ ইঞ্জিন কি ?
এসইও বলতে বোঝায় যে পদ্ধতিতে আপনার ওয়েবসাইটটি কে নির্দিষ্ট একটি কিওয়ার্ড এর উপর ভিত্তি করে গুগল , ইয়াহু, বিং সহ আরো অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে আপনার তৈরি কনটেন্ট সমূহকে প্রথম পর্যায়ে অবস্থান দেওয়া।
ফলে গুগল থেকে আপনার নির্দিষ্ট কিওয়ার্ড এর উপর ভিত্তি করে সার্চ করা ব্যক্তি সমূহ আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। সেই সাথে আপনার ওয়েবসাইটের ট্রাফিক দিন দিন বৃদ্ধি পাবে। মূলত SEO বা সার্চ ইঞ্জিন কাজটি করা হয় গুগল কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসার জন্য।
SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে কি বুঝ ?
আমরা যেখানে সার্চ করি সেটা সার্চ ইঞ্জিন। আবার অনেকেই এটা ভুল ব্যাখ্যা দেন। অথবা অনেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুলিয়ে ফেলেন , যে ব্রাউজার সার্চ ইঞ্জিনের মধ্যে পার্থক্য আছে কিনা চিন্তা করেন যে গুগোল এর সার্চ ইঞ্জিন কোনটি।

SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুগোল এর একটি প্রোডাক্ট। আমরা যখন কোন কিছু সার্চ করি। তখন সেই সার্চ বক্স টা গুগলের হতে পারে। কিংবা সেটা হতে পারে BING এর , আবার সেটা হতে পারে আপনার Yahoo । এরকম হাজার হাজার সার্চ ইঞ্জিন কিন্তু মার্কেটে আছে। যারা প্রতিনিয়ত কাজ করে থাকে SEO এর জন্য।
সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?
বর্তমানে গুগোল সহ আরো অনেক ধরনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস রয়েছে যারা প্রতিনিয়ত SEO সার্ভিসটি দিয়ে যাচ্ছে। তবে এদের মধ্যে সবারই অ্যালগরিদম আলাদা আলাদা। আমরা কোন না কোন সার্চ ইঞ্জিনকে টার্গেট করে আমাদের নির্দিষ্ট ওয়েবসাইটের SEO কাজটি করে থাকি। বর্তমানে সবথেকে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজটি করেছে গুগল। সবাই অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে গুগল কে বেশি প্রাধান্য দিয়ে যাচ্ছে।
SEO বা সার্চ ইঞ্জিনের কাজ কি?
সার্চ ইঞ্জিনের কাজটি হলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন রকম কিংবা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। সে সকল সমস্যার সমাধান সবার কাছে পাওয়া না গেলেও আমরা গুগোল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিন পেইজে সে সকল সমস্যার উত্তর গুলো পেয়ে থাকে। ধরেন আপনার একটি প্রশ্ন রয়েছে যে আমি কিভাবে আমার ওয়েবসাইটটিকে এসইও করব কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আওতায় নিয়ে আসব? এটি যখন আমরা গুগলের সার্চ করব তখনই গুগোল অসংখ্য রেজাল্ট আমার সামনে উপস্থাপন করবে।
এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে গুগল যে আমাদের সামনে গুগল অসংখ্য রেজাল্ট উপস্থাপন করেছে। সে সকল সমস্যার সমাধান গুগোল নিজে লিখেছে কিংবা অন্য কেউ গুগল কে লিখে দিয়েছে?
হ্যাঁ অবশ্যই। অনেকের মনেই প্রশ্ন জাগতেই পারে। এটি মূলত গুগলে নিজে লিখে নি। কিন্তু গুগল আপনার এবং আমাদের মত অনেকে রয়েছে। যারা এসকল সমস্যার সম্মুখীন হয়েছিল। পরবর্তীতে তারা সে সমস্যার সমাধান করেছে। তারপর সে তার সমস্যার সমাধানের উপায় টি লিখে গুগলের অসংখ্য সার্ভারের পেজ রয়েছে। সেসব পেজের মধ্যে তারা সমাধানটি লিখেছে।
একপর্যায়ে সার্চ ইঞ্জিন সেই পেজটিকে তার নিজের সার্ভারে অথাৎ সার্চ ইঞ্জিনের সার্ভারে ইনডেক্সিং করে নিয়েছে। যার ফলে এটির উত্তর আমাদের সামনে চলে এসেছে ।
অর্থাৎ আমরা যখন সমস্যাটির কথা লিখেছি। তখনই গুগোল আমাদের সামনে এই সকল বক্তব্য গুলো উপস্থাপন করেছে। তাই এটি কোন গুগলের লেখা নয়। এটি আমাদের মতো অনেকের লেখা কিংবা সমস্যার সমাধানের উপায়।
SEO বা সার্চ ইঞ্জিনের প্রকারভেদ?
বিভিন্ন অ্যালগরিদমের উপর ভিত্তি করে আমরা সার্চ ইঞ্জিনকে ৩ ভাগে ভাগ করে নিতে পারি । যথাঃ
- Primary Search Engine ( গুগল, বিং,ইয়াহু ইত্যাদি)
- Secondary Search Engine (এমএসএন, স্ন্যাপ,হটবট ইত্যাদি)
- Targeted Search Engine (এওএল সার্চ, লাইকস, আল্টা বিস্তা ইত্যাদি)

মূলত সার্চ ইঞ্জিন বা SEO ৪ ধরণের। যথাঃ
- Crawler Search Engine
- Hybrid Search Engine
- Web Directories
- Meta Search Engine
বর্তমানে জনপ্রিয় কয়েকটি SEO বা সার্চ ইঞ্জিন হলো –
- Yahoo
- Bing
- Baidu
- Ask.com
- Excite
- Yandex
- AOL
- DuckDuckGo
- WebCrawler
- AltaVista
- Dogpile ইত্যাদি।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের টেক বাংলার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে।