SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখার সুবিধা এবং কিভাবে লিখবো? আজকের এই আর্টিকেলে SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখার সুবিধা সম্পর্কে এবং কিভাবে লিখবেন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তবে, এই বিষয়টি আপনাকে এক লাইন বা দুই লাইনে বোঝানো সম্ভব নয়। এরজন্য আপনাকে বেশ কিছু বিষয় জানতে হবে।
যেমন, আমরা সবাই চাই, সার্চ ইঞ্জিন থেকে বেশি ভিজিটর পেতে, অর্থাৎ আমরা আমাদের আর্টিকেল রেঙ্ক করাতে চাই।তাই আমাদের অবশ্যই ভালো মানের এসইও ফ্রেন্ডলি ব্লগ লিখতে হবে! আর এর জন্য আমাদের সর্বপ্রথম কিওয়ার্ড, টাইটেল ইত্যাদির দিকে নজর রাখতে হবে। কেননা, SEO ফ্রেন্ডলি আর্টিকেল গুগুল রেঙ্কিং এ ভালো ভূমিকা রাখে।
SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখার সুবিধা কি?
আপনি যদি SEO ফ্রেন্ডলি আর্টিকেল – ব্লগ পোস্ট করেন তাহলে, সার্চ ইঞ্জিনে ভালো রেঙ্কিং পাবে।আর সেইসাথে আপনার ব্লগ পোস্টে সার্চ ইঞ্জিন থেকে বেশি পরিমাণে ভিজিটর আসতে থাকবে। এছাড়াও এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট করার আরও অনেক সুবিধা রয়েছে। SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখার নিয়ম সম্পর্কে জানতে হলে এবং বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ে দেখুন-
[আরো পড়ুনঃ ] মোবাইল গরম হলে কি করনীয়?
[আরো পড়ুনঃ ] Vidmate apk download
SEO ফ্রেন্ডলি আর্টিকেল কি?
সহজ ভাষায় যদি বলি, যখন আপনি এসইও এর সাথে সামঞ্জস্যতা রেখে কোন ব্লগকে অপটিমাইজ করবেন, তখন তাকে বলা হবে SEO ফ্রেন্ডলি আর্টিকেল। যেমন, আপনি \”অন পেজ এসইও\” নিয়ে একটি আর্টিকেল লিখলেন। এরপর, সেই আর্টিকেলকে আপনার ওয়েবসাইটে পাবলিশ করলেন।
তবে এখানে প্রশ্ন হলো, আপনি যে \”অন পেজ এসইও \” নিয়ে আর্টিকেল লিখেছেন, এটি গুগল কিভাবে বুঝবে? তাই গুগল যেন আপনার আর্টিকেলের সারসংক্ষেপ বুঝতে পারে,এইজন্য আপনার আর্টিকেলে কিছু পন্থা অবলম্বন করতে হবে। আর যখনই আপনার কৌশলগুলো প্রয়োগ করে, আর্টিকেলগুলো improve করার জন্য যে কৌশলগুলো প্রয়োগ করবেন, সেটিই হচ্ছে মূলত এসএইও ফ্রেন্ডলি আর্টিকেল।
SEO কিওয়ার্ড কি?
মনে করুন, অনলাইনে আপনি কিভাবে \”লেখালেখি করে আয়\” করা যায় এমন ওয়েবসাইট খুঁজছেন বা এটি সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন। এখন আপনি গুগলে গিয়ে কি লিখে সার্চ দিবেন? আমি ধরে নিলাম “লেখালেখি করে আয় করার উপায় ” লিখে সার্চ দিলেন। আর আপনার সামনে কতগুলো ওয়েবসাইট আসলো। এখন আপনি গুগলে যা লিখে সার্চ করেছেন, সেগুলোই হচ্ছে এক একটি কিওয়ার্ড। আর যেই ওয়েবসাইটগুলো সবার প্রথমে এসেছে, সেই ওয়েবসাইটগুলো উক্ত কিওয়ার্ড অনুযায়ী SEO ফ্রেন্ডলি আর্টিকেল হাই কোয়ালিটি সম্পন্ন পোস্ট লিখেছে। যার কারনে গুগল সেই ওয়েবসাইটগুলোকে সার্চ রেজাল্টের প্রথম দেখাচ্ছে।
[আরো পড়ুনঃ ] SEO কিভাবে শিখবো?
[আরো পড়ুনঃ ] অনলাইনে জন্ম নিবন্ধন ফরম যাচাই
কিওয়ার্ড অনুযায়ী SEO ফ্রেন্ডলি আর্টিকেল কেন লিখব?
যদি আপনি গুগল থেকে অর্গানিক ভিজিটর পেতে চান, তাহলে আপনাকে নির্দিষ্ট কিওয়ার্ড অনুযায়ী SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হবে। তবে মনে রাখবেন, নিজের ইচ্ছামতো যেকোনো একটি কী-ওয়ার্ড এর উপরে আর্টিকেল লিখলেই হবেনা। সেই কিওয়ার্ডটির মাসিক সার্চ ভলিউম থাকতে হবে। কারণ কি-ওয়ার্ডের যদি মাসিক সার্চ ভলিয়ম না থাকে।
মানুষ যদি সেই কিওয়ার্ডটির দিয়ে গুগলে সার্চ না করে- তাহলে আপনার ওয়েবসাইটটি প্রথম পেজে থাকলেও কোন ভিজিটর পাবেন না। তবে ব্যাপারটি নিয়ে কোন প্রকার চিন্তার কিছু নেই। নতুন অবস্থায় এগুলো বুঝতে একটু সমস্যা হতে পারে। তবে আপনি যদি নিউজ ওয়েবসাইট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার কিওয়ার্ড রিসার্চের কোন প্রয়োজন নেই। কারণ নিউজ বা খবর শুধুমাত্র সাময়িক সময়ের জন্য, এটি প্রতিদিনই আপডেট বা চেঞ্জ হয়।
SEO ফ্রেন্ডলি আর্টিকেল বা ব্লগ লিখার সুবিধা?
মনে করুন, আপনি গুগলে সার্চ দিলেন, এসইও ফ্রেন্ডলি ব্লগ লিখার সুবিধা কি? গুগল তখন সার্চ রেজাল্ট দেখাবে।সেখান থেকে আপনি Vidmate Apk তে ভিজিট করলেন। কিন্তু আপনি ত এই সাইট সম্পর্কে জানেন না। আপনি শুধু গুগলে সার্চ করে এখানে ব্লগটি পড়লেন। তাহলে, আপনি এই পেজের বাড়তি পাঠক, কারণ আমার এই পোস্টটি বেশি মানুষ পড়ছে। এর কারণ কি? কারণ, আমি SEO ফ্রেন্ডলি আর্টিকেল বা পোস্ট করেছি।আর আপনি যদি এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট করেন, তাহলে সার্চ ইঞ্জিনে ভালো র্যাংকিং পাবে।
সেইসাথে আপনার পোস্টে সার্চ ইঞ্জিন থেকে বেশি ভিজিটর আসতে থাকবে। এছাড়া, আপনার ব্লগটি যদি হয়, প্রোডাক্ট সেলিং নিয়ে, তাহলে আপনি প্রোডাক্টের বিস্তারিত কাস্টমারকে জানাতে পারবেন, SEO ফ্রেন্ডলি আর্টিকেল বা ব্লগ লিখার মাধ্যমে। এতে করে আপনার প্রোডাক্ট সেল ভালো হবে এবং আপনার সাইটে বেশি পরিমাণে ভিজিটর আসতে থাকবে। বেশি সার্চ ইঞ্জিনে সার্চ করার মাধ্যমে আপনার সাইটটি গুগল ফার্স্ট পেজে শো করবে। তাই SEO ফ্রেন্ডলি আর্টিকেল বা ব্লগ পোস্ট করা জরুরি।
[আরো পড়ুনঃ ] Wifi ইন্টারনেটের গতি বাড়ানোর উপায়?
[আরো পড়ুনঃ ] গেমিং মাউস কেনার আগে যে বিষয় গুলো জানতে হবে?
SEO ফ্রেন্ডলি আর্টিকেল কিভাবে লিখবঃ
SEO ফ্রেন্ডলি আর্টিকেল বা ব্লগ লিখার জন্য আপনাকে কয়েকটি বিষয় নিয়ে চিন্তা করতে হবে। যেমন –
টার্গেট কিওয়ার্ড-
কিওয়ার্ডের জন্য দুইটি টুল আপনাকে ভালো টপিক নির্বাচনে সাহায্য করবে। এগুলো হচ্ছে, Ahrefs বা SEMrush থেকে দেখে নিতে পারেন টার্গেট কিওয়ার্ডগুলো। এই কিওয়ার্ডগুলো আপনাকে সঠিকভাবে অপ্টিমাইজেশনে সহায়তা করবে এবং কিভাবে এই টুলগুলো দিয়ে সঠিক কিওয়ার্ড টার্গেট করবেন, এটি আপনি বুঝতে পারবেন। ধরুন, আপনি \”অনলাইন ইনকাম \”এর উপরে একটি আর্টিকেল লিখবেন।
কিওয়ার্ড কি দিবেন? কিওয়ার্ড কোথায় পাবেন?
তার জন্য সর্বপ্রথম চলে যাবেন গুগলে এবং আপনার মাথায় যেই কিওয়ার্ডটি আসবে সেটি দিয়ে সার্চ করুন। যেমন, আপনি “অনলাইন ইনকাম ” লিখে সার্চ দিলেন। এরপর অনেকগুলো রেজাল্ট দেখতে পাবেন । আর এগুলোই হচ্ছে এক একটি কিওয়ার্ড। অর্থাৎ, এগুলো লিখে মানুষ বিভিন্ন সময় গুগলে সার্চ করে থাকে। এরপর হল, যদিও এটা অবশ্যই নির্ধারন করবে আপনার কিওয়ার্ডের উপর! তবুও চেষ্টা করতে হবে যেকোন আর্টিকেল কমপক্ষে ৫০০-৬০০ ওয়ার্ডের লিখতে!
কেননা আপনার বেশি ওয়ার্ডের আর্টিকেল আপনার রেঙ্কিং এ ভালো ভুমিকা রাখবেন! তবে অবশ্যই আপনার কনটেন্ট গুলো হতে হবে ইউনিক!
[আরো পড়ুনঃ ] RAM কি ? কিভাবে RAM কাজ করে?
[আরো পড়ুনঃ ] Elementor কি ওয়েবসাইট ডিসাইন করা যায় ?
কিভাবে এসইও টাইটেল লিখবেন?
যেহেতু, এটি আপনার রেঙ্কিং এ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে! তবে SEO ফ্রেন্ডলি টাইটেল লিখতে হলে আপনাকে অবশ্যই ৫-৬ শব্দের মধ্যে লিখতে হবে! তবে চেষ্টা করবেন আপনার টাইটেলকে যথেষ্ট ইন্টাররেস্টিং করে লিখতে! কারন অনেক ক্লিক পেতে হলে আপনাকে এটার উপর নজর দিতে হবে।
এরপর, আপনাকে আর্টিকেলের জন্য উপযুক্ত হ্যাডিং তৈরী করতে হবে! h1,h2,h3,h4,h5, ইত্যাদি ট্যাগ ব্যবহার করতে পারেন! এতে করে আপনার আর্টিকেল ভালোভাবে বুঝতেও সবার সুবিধা হবে। এরপর আসি ইমেজ এর ব্যাপারে, আপনি যদি গুগল থেকে কোন ফটো ডাউনলোড দেওয়ার পর তা আপনার কনটেন্টের মধ্যে আপলোড দিতে চান তাহলে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে!
প্রথমত আপনি যদি ইমেজ এর সাইজ এবং নাম পরিবর্তন না করেন। তাহলে আপনার ইমেজটি কপিরাইট বলে গন্য হবে! তার জন্য আপনাকে আর ইমেজ এর একটি উপযুক্ত টাইটেল দিতে হবে! আর ঠিক এভাবেই আপনাকে SEO ফ্রেন্ডলি আর্টিকেলের উপরোক্ত পন্থা অনুসরণ করতে হবে।
শেষ কথাঃ
প্রিয় পাঠক, আপনি যদি উপরের নিয়মগুলো মেনে পোস্ট করেন তাহলে আপনার আর্টিকেল অবশ্যই গুগলে র্যাংক করবে এবং সেইসাথে ভিজিটরও বাড়তে থাকবে।
আপনাদের যদি এই সম্পর্কে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স এ জানাবেন।