SEO কি ? SEO কিভাবে শিখবো এবং ব্লগ SEO কিভাবে শিখবো ?

SEO মানে কি ? SEO কিভাবে শিখবো এবং ব্লগ SEO কিভাবে শিখবো ? : ডিজিটাল এই জগতে আমরা সবাই SEO শব্দটির সাথে কম বেশি পরিচিত। আপনারা জানেন যে এসইও অর্থ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়ার জন্য মানুষ এখন গুগুলে সার্চ করে। তখন গুগল তার সার্চ ইঞ্জিন পেজে অনেক গুলো ওয়েবসাইটের রেজাল্ট সামনে নিয়ে আসে।

সবার প্রথমে যে ওয়েবসাইট দেখা যায়,এটি প্রথমে থাকার কারণ হলো সেটিকে এসইও করা হয়েছে।আপনারও যদি কোন ওয়েবসাইট সার্চের প্রথমে দেখায়, তাহলে আপনার ভিজিটর যেমন বৃদ্ধি পাবে তেমনি ইনকামও বাড়তে থাকবে।

তাই, SEO আপনার ওয়েবসাইটের গুণগত মান এবং ট্রাফিকের পরিমান বাড়াতে সাহায্য করে থাকে। তবে ওয়েবসাইটের ট্রাফিকের পরিমান বাড়াতে আপনাকে ( SEO মানে কি এবং SEO কিভাবে শিখবো ) সম্বন্ধে আগে বিস্তারিত জানতে হবে। সেইসাথে আপনি আপনার ওয়েবসাইটে ব্লগ লিখার আগে এবং ব্লগে ভিজিটর পাওয়ার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ব্যবহার সঠিক রাখতে হবে।

প্রিয় পাঠক, কিভাবে আপনি SEO করবেন এবং SEO কিভাবে শিখবো ? এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনাদের সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে হবে।

[আরো পড়ুনঃ ]  সার্চ ইঞ্জিন কি এবং কিভাবে ওয়েবসাইট এর SEO করবো ?

[আরো পড়ুনঃ ]  Redmi note 11 Pro 5G

এসইও ( SEO) এর মানে কি ?

সহজ ভাষায় যদি আপনাদের বলি এসইও এর পূর্ণনাম হলো \” search engine optimization \”। নিজের ওয়েবসাইট বা ব্লগ এ অসংখ্যক ভিসিটর বা ট্রাফিক পাওয়ার একমাত্র উপায় হলো সার্চ ইঞ্জিন। এই \”search engine\” গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো Google, yahoo, Bing

আপনারা জানেন, Google এদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়। এই সার্চ ইঞ্জিনগুলোর মাধ্যমে algorithm বা কিছু ranking factors থাকে, যা SEO এর মাধ্যমে আমরা আমাদের সেই algorithm এর হিসাবে অপটিমাইজ করে থাকি যাতে আমাদের কনটেন্ট সার্চ ইঞ্জিনের top position এ থাকতে পারে।এর ফলে যেন আমরা বেশি বেশি ট্রাফিক পেতে পারি।

SEO কিভাবে শিখবো ?

SEO কে ভালভাবে বোঝার জন্য চলুন আমি আপনাদের একটি উদাহরণ দিচ্ছি। মনে করুন, আপনার একটি ওয়েবসাইট আছে, কিন্তু ওই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার জন্য আপনার ভিজিটর লাগবে। আপনার ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর বা ট্রাফিক আনার জন্য আপনার কন্টেন্ট SERP এ প্রথম পেজে রেঙ্ক করাটা জরুরী। SERP মানে হল “Search Engine Result Page” । গুগলের সার্চ বক্সে কোন কিছু টাইপ করার পর যে রেজাল্ট পেজ দেখায় সেটিকে SERP বলে।

[আরো পড়ুনঃ ]  ফেসবুক টিপস ও ট্রিকসের মেগা কালেকশন

SEO কত প্রকার ?

ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এসইও সাধারণত ৪ প্রকার।

  • ১. টেকনিক্যাল এসইও
  • ২. অন-পেজ এসইও
  • ৩.অফ-পেজ এসইও
  • ৪. কন্টেন্ট এসইও

আমি একজন ব্যবসায়ী – SEO কিভাবে শিখবো ?

মনে করুন, আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে যেখানে আপনি অনেক ভাল ভাল পণ্য বিক্রি করেন। এবং সেবা প্রদান করেন। বর্তমান এই যুগে যদি আপনি আপনার ব্যবসাকে অনলাইনে সুন্দরভাবে পরিবেশন করতে না পারেন তাহলে আপনার ক্রেতাগণ কোনভাবেই আপনার পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারবে না। তাই, এসইও শিখে আপনি যদি আপনার ওয়েবসাইটিকে ভালভাবে সার্চ ইঞ্জিনে RANKING এর জন্যে অপটিমাইজ করতে পারেন। তাহলে আপনার পণ্য বা সেবার বিক্রি অনেক বেড়ে যাবে।

\"SEO

[আরো পড়ুনঃ ]  কাইনমাস্টার ভিডিও এডিটিং মোবাইল দিয়ে কিভাবে ?

ওয়েবসাইট এর SEO কিভাবে শিখবো ?

আপনি যদি নতুন ওয়েবসাইট ওপেন করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই এসইও করতে হবে। আসলে কিভাবে ওয়েবসাইট এসইও করা যায় তা একটি লেখায় শেষ করা সম্ভব নয়। আপনার ওয়েবসাইটকে পরিচালনা করে মূলত এসইও। প্রতিনিয়ত এসইও এর বিভিন্ন সময়ের আপডেট ও পরিবর্তন অনুসরণ করতে হবে। তবে কিছু বেসিক সেটিংস এর মাধ্যমে আপনাকে এসইও কাজ শুরু করতে হবে।

১. বেসিক সেটিংস ( Basic Settings SEO )

সর্বপ্রথম আপনার ওয়েবসাইটটিকে গুগল সার্চ কনসোলে সাবমিট বা এড করে নিতে হবে। এরপর বিং ওয়েবমাস্টার টুল ব্লগ সাবমিট করবেন। এরপর আপনাকে গুগল এনালাইটিক্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেখানে আপনার ওয়েবসাইটটি ভেরিফিকেশন করে নিতে হবে। যদি আপনি WordPress ইউজার হয়ে থাকেন। তাহলে আপনার ওয়েবসাইটে Yoast SEO নামে একটি প্লাগিন ইন্সটল করে নিতে হবে।

২. কোয়ালিটির কিওয়ার্ড নির্বাচন ( High Quality Keyword )

আপনি আপনার ওয়েব সাইটের ধরন সিলেক্ট এর মাধ্যমে আপনার নিশ প্রোডাক্ট সিলেক্ট করেন নিন এবং ভালো কোয়ালিটির কিওয়ার্ড নির্বাচন করুন।

ব্লগে SEO কিভাবে কাজ করে ?

যখন আপনি আপনার ব্লগ এবং এর পৃষ্ঠাটি গুগলের অ্যালগরিদম অনুযায়ী আপডেট রাখেন, তখন সার্চ ইঞ্জিনের ক্রলার এটি পড়ে। তারপর এটি দেখতে পায় যে, আপনার সাইটটির শিরোনাম, বর্ণনা এবং কীওয়ার্ড পাশাপাশি ওয়েব পেজের বিষয়বস্তু ওয়েবমাস্টার সরঞ্জামগুলির গাইড লাইন অনুসরণ করছে কিনা। যদি আপনার সাইটটি গুগল অ্যালগরিদমের নীতি এবং ওয়েবমাস্টারের নির্দেশিকা অনুসরণ করে, তাহলেই সার্চ ইঞ্জিন এর উপর ভিত্তি করে রাঙ্কিংয়ে স্থান দেয়। ব্লগে SEO এভাবেই কাজ করে থাকে।

[আরো পড়ুনঃ ]  ইউটিউব ভিডিও কয়েকটি মারাত্মক ভুল ?

ব্লগ SEO কিভাবে শিখবো ?

প্রথমে আপনাকে এসইও কৌশল বুঝতে হবে। যদি কোন পোস্টকে সার্চ ইঞ্জিনে টপে র‍্যাঙ্ক করাতে হয়, তাহলে আপনাকে দেখতে হবে যে কোন সাইটে সেই পোস্টের বিষয়বস্তু লেখা আছে। এরপর সংশ্লিষ্ট কীওয়ার্ডকে আপনার শিরোনামে রাখুন।

কন্টেন্ট লেখার সময় কন্টেন্টের প্রথম অনুচ্ছেদে কমপক্ষে দুটি কীওয়ার্ড ব্যবহার করুন এবং এর সাথে সম্পর্কিত কীওয়ার্ডগুলিও ব্যবহার করুন। যদি কোনো লোক এই কীওয়ার্ড অনুসন্ধান করার পর আপনার সাইটটি সার্চ ইঞ্জিনে সবার প্রথমে স্থান পায়, তবে সে অবশ্যই আপনার সাইটটিতে পরিদর্শন করবেন।

এসইও হল এমন একটি কৌশল যা সঠিকভাবে প্রয়োগ করা হলে আপনার ব্লগ বা ওয়েবসাইটে প্রচুর অর্গানিক ট্রাফিক পেতে পারেন। আপনার ব্লগ বা ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO) না করলে আপনি কখনও র‍্যাঙ্ক করতে পারবেন না। যদি ভালো র‍্যাংক করাতে পারেন তাহলেই ভালো ট্রাফিক পাবেন।

পরিশেষে – SEO ( Search Engine Optimization )

প্রিয় পাঠক, আপনারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন SEO কি ? SEO কিভাবে শিখবো এবং ব্লগ SEO কিভাবে শিখবো ? ব্লগে SEO এর কাজ কি ? এই সম্পর্কে বিস্তারিত। আর যদি কোন প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু!

Follow on – Facebook : TachBanglacom

Pinterest : TachBanglacom

www.TachBangla.Com

Leave a Comment