Android Photo Editing App 2022 – হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ?আশা করি সবাই ভালোই আছেন । প্রতিদিনের মতো আজকে আবারো হাজির হলাম Android Photo Editing App 2022 নতুন ট্রিক নিয়ে।
আমরা এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে বসবাস করছি। আমরা অনেকেই আছি যারা বেশিরভাগ সময়ে মোবাইলে ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকি।বর্তমান সময়ে এটি আমাদের শখে পরিণত হয়েছে এবং এটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত ফেলেছি। নতুন নুতন পরিবেশে ছবি এবং ভিডিও এই কাজ গুলো আমাদের আধুনিক যুগে আরও উন্নত পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখে।
আমরা সবাই চেষ্টা করি সুন্দর সুন্দর ক্যাপশন দিয়ে ছবি তোলা, ছবি তোলা হয়ে গেলে আমরা সেই সকল ছবিগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকি। সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো আপলোড দেওয়ার পরে সেই ছবিগুলো পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে যায়। সেইসাথে আমাদের ছবির নিচে মানুষ তার বক্তব্য স্থাপন করে। ছবিটি যদি সুন্দর হয় তাহলে দেখা যায় যে কমেন্টটা অনেক বেশি সুন্দর লাগে। আবার অনেক সময় এমন সব ছবি পোস্ট করা হয় যার এডিট করা নিয়েও সন্দেহ থাকে। তাই আমরা সবসময় চেষ্টা করি আমাদের তোলা ছবিগুলো কে অনেক সুন্দর এবং উন্নত করে তোলার। যাতে করে সকল মানুষের কাছে সেই ছবিগুলো এবং ভিডিওটি ভালো লাগে।
[★★] ইউটিউব চ্যানেল খোলার সহজ নিয়ম 2022 Tach Bangla
Android Photo Editing App
ছবিকে সুন্দর করে তোলার জন্য শুধু ছবি তোলাই যথেষ্ট নয় সে ছবি গুলোকে আরো বেশি উন্নত করার জন্য আমরা বিভিন্ন ধরনের এন্ড্রয়েড সফটওয়্যার ব্যবহার করে থাকি। যার মাধ্যমে আমাদের তোলা ছবি গুলোকে আরো উপরে তুলতে সাহায্য করে। সে সকলের মধ্যে অনেক ধরনের Android Photo Editing App রয়েছে যার মাধ্যমে Photo Editing করা যায়। তবে সুন্দর ভাবে কাজ করা যায় না।
অর্থাৎ বলতে গেলে বোঝা যায় যে অনেকগুলো সফটওয়্যার রয়েছে যে সকল সফটওয়্যার মাধ্যমে Photo Edit করলে ছবি গুলো ফেটে যায় কিংবা ছবিতে Color Combination ভালো থাকেনা। এছাড়া আরো সুবিধা এবং অসুবিধা রয়েছে। তাই আপনাদের Photo Editing করার সুবিধার্থে আমরা বেশ কিছু ভালো এবং উন্নত মানের সফটওয়্যার সম্পর্কে আমাদের আজকের এই পোস্টটি। যে সকল সফটওয়্যার ব্যবহার করে আপনি প্রফেশনাল মানের ছবি এডিট করতে পারবেন। Android Photo Editing App এর কাজগুলো সহজ এবং খুব তাড়াতাড়ি আপনার কাজ সম্পন্ন করতে পারবেন।

Android Best Photo Editing App
- PicsArt
- Snapseed
- Lightroom
- CapCut Pro
- Pixellab
- B162
- AirBrush : Easy photo editor
- PhotoDirector
PicsArt Android Photo Editing App
আমরা প্রায়ই বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি Photo Editing করার জন্য। তবে বর্তমান সময়ে সব থেকে বেশি জনপ্রিয় Android Photo Editing App হচ্ছে PicsArt । PicsArt অ্যাপটি জনপ্রিয়তা হওয়ার মূল কারণ হচ্ছে এই অ্যাপের মধ্যে রয়েছে অনেক উন্নত মানের ফিউচারস। সেই সাথে PicsArt এই অ্যাপের মধ্যে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের ছবি এডিট করতে পারে। তাছাড়া এই অ্যাপের মধ্যে রয়েছে তিন হাজারেরও বেশি টুলস। যে সকল টুলস গুলো ব্যবহার করে আমাদের ছবিকে আকর্ষণীয় এবং উন্নত মানের লেভেলে নিয়ে যেতে পারি। সেই সাথে আমাদের ছবিগুলো মানুষের চোখে পড়ে যায়।
[★★] কম্পিউটার বা ল্যাপটপ কেনার আগে অবশ্যই সতর্ক থাকবেন
তাছাড়া এর মধ্যে রয়েছে ফিল্টার করার সুবিধা। বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে এই Android Photo Editing App এর মধ্যে। আরো ফিউচারস এর মধ্যে রয়েছে Emoji । আমরা প্রতিনিয়ত এই Emoji ব্যবহার করে থাকি মেসেজ সেন্ড করার জন্য। কিংবা আমাদের ভাবভঙ্গি প্রকাশ করার জন্য। শুধু এখানেই শেষ নয় , PicsArt অ্যাপের মাধ্যমে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। কিংবা ছবির ব্যাকগ্রাউন্ড অন্য একটি ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারবেন। অনেকগুলো ছবিকে একসাথে করে একটা ছবি তৈরি করে নিতে পারবেন। Image Crop করা Image Resize করা যায়।
আরো অনেক ধরনের সুযোগ-সুবিধা রয়েছে PicsArt অ্যাপের মধ্যে। বর্তমানে ওপেন প্লেস্টরে ডাউনলোড সংখ্যা প্রায় 500 মিলিয়ন এরও বেশি। PicsArt অ্যাপের সাহায্যে খুব সহজেই বিভিন্ন স্থানে বিভিন্ন মানের ছবি তৈরি করা যায়। যার কারণেই PicsArt অ্যাপটি সকলের কাছে খুবই জনপ্রিয় একটি Android Photo Editing App।
Snapseed Android Photo Editing App
Snapseed Photo Editing App এটি দেখতে অনেকটা সিম্পল মনে হলেও এই অ্যাপের মাধ্যমে অসাধারণ ছবি এডিট করা যায় এবং এটিও অনেক উন্নত মানের একটি ফটো এডিটিং সফটওয়্যার। Snapseed একটি ফ্রি ফটো এডিটিং সফটওয়্যার এবং Snapseed গুগলের তৈরি একটি ফটো এডিটিং সফটওয়্যার। Snapseed অ্যাপটিতে রয়েছে 29 টি টুলস।
[★★] বাংলালিংক ১ জিবি অফার নিন
সেই সকল টুলস এর মাধ্যমে ফটো এডিটিং করা হয়। নির্দিষ্ট যেকোনো জায়গায় করে ফটো এডিট করা যায় এই অ্যাপের মাধ্যমে। কোন প্রিমিয়াম ভার্সন নেই। এই অ্যাপটির সবথেকে বেশি সুবিধা হলো এর অ্যাপ এর মাধ্যমে খুব সহজে হাই কোয়ালিটি ছবি এডিট করা যায়। যার জন্য এটি অনেকের কাছে পরিচিত একটি ফটো এডিটিং সফটওয়্যার। বর্তমানে এই অ্যাপটি ডাউনলোড সংখ্যা প্রায় 100 মিলিয়নেরও বেশি।
তো বন্ধুরা আজকের পর্যন্তই আবার দেখা হবে Android Photo Editing App টিপস অ্যান্ড ট্রিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভাল থাকুন সুস্থ থাকুন। অবশ্যই টেকবাংলা কে সাপোর্ট করবে।
ধন্যবাদ সবাইকে