সেরা দামে মোবাইল ফোন ২০২২ : বাজারে এখন স্মার্টফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। প্রতি বছর প্রায় সবারই নতুন ব্র্যান্ড এর মোবাইল ফোনের প্রতি একটু ঝোঁক যেন বেশিই থাকে। আপনারা জানেন, মোবাইল কোম্পানিগুলো প্রতি বছর নতুন নতুন মোবাইল ফোন মার্কেটে রিলিজ করে থাকে। আর তাই আমরাও অনলাইনে মোবাইল ফোনগুলোর আপডেট পাওয়ার জন্য খোজখবর নেওয়া শুরু করি।
প্রতি বছরের সাথে এবারো ২০২২ সালে সেরা দামে অনেক মোবাইল ফোন মার্কেটে এসেছে। আজকের আর্টিকেলে ২০২২ সালের সেরা দামের স্মার্টফোন গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। নিচে সুন্দরভাবে আপনাদের জন্য স্মার্টফোনগুলোর দামসহ একটি লিস্ট তৈরী করেছি, এই লিস্টগুলো থেকে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক-
মোবাইল ফোনের মূল্য ২০২২
সমস্ত মোবাইল কোম্পানীর সেরা ফোনগুলো হলো ২0২২ সালের।মোবাইল ফোন গুলোর, আমি আপনাকে এখনকার বর্তমান দামের মূল্য সম্পর্কে বলব, এই আর্টিকেলের মাধ্যমে অবশ্যই আমি আপনাদের কোম্পানিগুলির মোবাইল নিচে লিস্ট করে দিব, মোবাইল গুলো আপনারা সেখানে দাম সহ বিস্তারিত দেখে নিতে পারবেন।
আপনি যদি নতুন মোবাইল ফোন কিনতে চান, তাহলে তার আগে কিছু জিনিস দেখে নেওয়া জরুরী। এখানে যে ৫টি ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, তা পড়লেই আপনি বুঝতে পারবেন কোন ফোনটি আপনার জন্য।
এখন যেহেতু আন-অফিশিয়াল ফোন বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে তাই, এখানে আমি শুধুমাত্র অফিশিয়াল ফোনগুলি নিয়েই আলোচনা করব। তো, চলুন শুরু করা যাক-
সেরা দামের মোবাইল ফোন ২০২২ঃ
এখন আপনাদের সাথে শেয়ার করব সেরা দামের উন্নত মোবাইল ফোন গুলো, যেগুলো ২০২২ সালে রিলিজ হবে এরকম-
- 1. Samsung Galaxy s22 মোবাইল ফোন ২০২২
- 2. Xiaomi 11 মোবাইল ফোন ২০২২
- 3. Xiaomi 12 মোবাইল ফোন ২০২২
- 4. One plus 10 মোবাইল ফোন ২০২২
- 5. Oppo Find X3 মোবাইল ফোন ২০২২
[আরো পড়ুনঃ ] মোবাইল গরম হয় কেন?
[আরো পড়ুনঃ ] Vidmate apk Download 2022
সেরা পাচঁটি মোবাইল ফোন ২০২২
আপনারা অনেকেই হয়তো জানেন না যে, ২০২২ সালে বেশ কিছু স্মার্টফোন বাজারে আসতে চলেছে। তার মধ্যে অনেক ফোনেই কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকতে পারে।এই নতুন বছরে কোন কোন স্মার্টফোনের দিকে আপনি নজর রাখবেন, সেগুলো তাহলে একনজরে দেখে নেওয়া যাক।
Samsung Galaxy s22 Price in Bangladesh
Samsung Galaxy S22 মোবাইল ফোন ২০২২: স্যামসাং এস সিরিজের এই ফোন এই বছরে নজরে রাখবেন অতি অবশ্যই। জানুয়ারির শেষভাগে কিংবা ফেব্রুয়ারির মাসের শুরুর দিকে আকর্ষণীয় হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোন। কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনের সঙ্গে এস২২ প্লাস এবং আলট্রা মডেলও লঞ্চ হতে পারে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে এইসব ফোনে। সেই সঙ্গে এস-পেনের সাপোর্ট থাকতে পারে গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনে।
BD Price- 87999/
Xiaomi 11 Price in Bangladesh
Xiaomi 11 Price in Bangladesh
Xiaomi 11- শাওমি’র মি ১১ ফোনটির স্পেসিফিকেশন যেকোনো ধরনের স্মার্টফোন প্রেমীকেই আকৃষ্ট করার ক্ষমতা রাখে। ফোনটির কোনো কর্নারেই স্পেসিফিকেশনের বেলায় কোনো ছাড় দেয়নি শাওমি। তাই তো আমাদের এই বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় শাওমি মি ১১ স্থান করে নিয়েছে খুব সহজেই।
শাওমি মি ১১ এত কোয়াড কার্ভ ডিসপ্লে ও আকর্ষণীয় ডিজাইন এর সাথে এর শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ফোনটিকে অনবদ্য এক পছন্দে পরিণত করেছে। আবার ১০৮মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরার কল্যাণে যেকোনো ধরনের ফটোগ্রাফিই সম্ভব মি ১১ ফোনটিতে।
BD Price- 71000/
Xiaomi 12 Price in Bangladesh
Xiaomi 12 Price in Bangladesh মোবাইল ফোন ২০২২
Xiaomi -12 মোবাইল ফোন ২০২২ : শাওমি ১১ সিরিজের পর এবার সাকসেসর হিসেবে আসতে চলেছে শাওমি ১২ সিরিজ। এই প্রথম শাওমির ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপ থাকতে পারে। একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। থাকতে পারে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরাও থাকার সম্ভাবনা রয়েছে।
IQOO- 9: iQOO ৭ এবং iQOO ৮ সিরিজের পর চিনের সংস্থা ভিভোর সাব-ব্র্যান্ড iQOO এবার লঞ্চ করতে চলেছে iQOO ৯ সিরিজের স্মার্টফোন। অন্যান্য ফোনের তুলনায় কম দামে শক্তিশালী স্পেসিফিকেশন থাকতে পারে এই ফোনে। এখানে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। ডুয়াল স্পিকার থাকতে পারে এই ফোনে। আর গেমিং ফোন হিসেবেও এই ফোন ব্যবহার করা যেতে পারে। তার জন্য থাকবে বিশেষ প্রেশার সেনসিটিভ শোল্ডার বাটন।
BD Price- 70000/
[আরো পড়ুনঃ ] Vidmate apk download
[আরো পড়ুনঃ ] ফেইসবুক মার্কেটিং কি? ফেইসবুক মার্কেটিং কিভাবে করবো ?
One plus 10 Price in Bangladesh
Xiaomi 12 Price in Bangladesh মোবাইল ফোন ২০২২
One Plus 10 মোবাইল ফোন ২০২২ – স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপ থাকতে পারে ওয়ানপ্লাস ১০ ফোনেও। ওয়ানপ্লাস ৯ সিরিজের সাকসেসর হিসেবে এই ওয়ানপ্লাস ১০ সিরিজ মার্কেটে আসছে । এই ফোনের সফটওয়্যারেই নজর রয়েছে সকলের। নতুন ডিজাইনও যুক্ত হবে এই ফোনে। ক্যামেরা ফিচারের দিক দিয়েও ওয়ানপ্লাস ৯ সিরিজের তুলনায় অনেকটা আপগ্রেডেড ক্যামেরা থাকবে ওয়ানপ্লাস ১০ সিরিজে।
মোটোরোলা এজ 30 আল্ট্রা – মোটো এজ ৩০ আলট্রা ফোন মোটোরোলার সবচেয়ে শক্তিশালী ফোন হিসেবে আগামী বছর হতে চলেছে সবচেয়ে আকর্ষণীয় ফোন। এই সিরিজের সবচেয়ে হাই-এন্ড মডেল হতে চলেছে ফোন। এই ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট থাকতে পারে।
এছাড়াও ডিসপ্লেতে থাকতে পারে পাঞ্চ-হোল ডিজাইন। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। ফোনের পিছনের অংশে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকতে পারে। ফোনের পিছনে থাকতে পারে মোটোরোলার লোগো। এই ফোনে ৬.৬ ইঞ্চির OLED প্যানেল থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। HDR10+ সাপোর্টও থাকতে পারে এই ফোনে। এছাড়াও ৫০০০mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট এই ফোনে থাকার সম্ভাবনা রয়েছে। ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও থাকতে পারে মোটো এজ ৩০ আলট্রা ফোনে।
BD Price- 80750/
[আরো পড়ুনঃ ] SEO কিভাবে শিখবো?
[আরো পড়ুনঃ ] জন্ম নিবন্ধন ফরম যাচাই?
Oppo Find X3 Pro Price in Bangladesh
Oppo Find X3 মোবাইল ফোন ২০২২
আজকের মত \”সেরা দামে মোবাইল ফোন ২০২২\” এ পযন্ত ই ছিলো। এছাড়া ও আমাদের অন্যান্য পোস্ট গুলো পড়তে বা দেখতে পারেন। আবার নতুন কোন পোস্ট বা নতুন কোন টপিক নিয়ে হাজির হবো। এত টা সময় নিয়ে পুরো পোস্ট টা পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।