মোবাইল গরম হয় কেন? মোবাইল গরম হলে কি করনীয় 2022? : বর্তমান সময়ে স্মার্ট ফোন ছাড়া যেন আমাদের চলেই না। এটি যেমন প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় জিনিস, তেমনি এটি নিয়ে মাঝে মাঝে আমাদের অনেক ঝামেলায় পড়তে হয়। তার মধ্যে একটি হলো মোবাইল গরম হয়ে যাওয়া।যখন আমরা মোবাইল ইউজ করতে থাকি, তখন মোবাইল অনেক বেশী গরম হয়ে যায়। এই কারণে আমাদের মোবাইলটি অতি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
[lwptoc]
তবে এই নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, কারণ এই পোস্টে মোবাইল গরম হলে কি করনীয় তার সঠিক দিকনির্দেশনা অনুসরণ করলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আজকে আমি এই আর্টিকেলে আলোচনা করব মোবাইল গরম হয় কেন? মোবাইল গরম হলে কি করনীয়?
[আরো পড়ুনঃ ] Redmi note 11 Pro 5G
[আরো পড়ুনঃ ] সেরা ফেসবুক টিপস ও ট্রিকসের মেগা কালেকশন 2022
মোবাইল গরম হয় কেন?
দেখুন যদি গরম হওয়ার কথা বলি তবে বলতেই হয় যে প্রতিটি ইলেক্ট্রনিক যন্ত্রপাতি বা মেশিন ই গরম হয়। উদাহরণ সরূপ আপনার গাড়ি, কম্পিউটার ইত্যাদি সব কিছুই গরম হওয়া থেকে বিরত নয়। গাড়ি ঠাণ্ডা রাখতে পানি ঢালা হয়, কম্পিউটার ঠাণ্ডা রাখতে ফ্যান ব্যবহার করা হয় তাছাড়া এর ভেতর Heatshields থাকে। তো আসলে বলতে পারেন স্বাভাবিক ভাবে মোবাইল একটি ইলেক্ট্রনিক যন্ত্র হওয়ার কারনে এটি গরম হয়। তারপরও আমি আপনাদের সব কিছু খুলে বলবো। তো চলুন আমরা জেনে নিই মোবাইল অত্যাধিক গরম হওয়ার কারন সমূহ।
মোবাইল ব্যাটারিঃ
স্মার্টফোন গুলো দিনদিন অত্যন্ত পাতলাভাবে তৈরি হচ্ছে। কিন্তু ব্যাটারিতে তেমন একটা বিশেষ উন্নতি আনা হচ্ছে না। তারপর ফোনটি অনেক চিকন হওয়ার কারনে যন্ত্রপাতি গুলোর একে অপরের মধ্যে খুব বেশি দূরত্ব থাকে না। ব্যাটারি চার্জ বা ডিসচার্জ হওয়ার সময় কম বেশি গরম হয়েই থাকে। আর যন্ত্রপাতি গুলোর একে অপরের মধ্যে খুব বেশি দূরত্ব না থাকার ফলে, এই ব্যাটারির গরম সব দিকে ছড়িয়ে পরে এবং আপনার স্মার্টফোন অত্যাধিক গরম হয়ে পরে।
তাপমাত্রাঃ
আপনারা কি জানেন? স্মার্টফোন অত্যাধিক গরম, হওয়ার আরেকটি বড় কারন কিন্তু তাপমাত্রা হতে পারে। যেমন সাধারন ভাবে গ্রীষ্মকালে বাংলাদেশের তাপমাত্রা ৩৫-৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। তখন আপনি এই পরিবেশে ঘরে বসে থাকলেও আপনার আশেপাশের তাপের মান থাকে প্রায় ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর এই তাপের মান এর ভেতর যদি আপনি স্মার্টফোন ব্যবহার করে থাকেন, এটি আরো তাড়াতাড়ি গরম হয়ে পড়তে পারে।
প্রসেসরের কারণে মোবাইল গরমঃ
যদি সহজভাবে বলি আপনাদের, মোবাইলের প্রধান পার্টস হিসেবে কিন্তু প্রসেসরকেই ধরা যায়। আপনার মোবাইলটি যদি ওপেন থাকে। আর আপনি যদি মোবাইলে কাজ না করেন, তবুও এই প্রসেসর তার কাজ করে থাকে। কারণ প্রসেসর এর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র ইলেক্ট্রন থাকে। তাই, আমরা যখন মোবাইলের এর সাহায্যে কাজ করি বা ভিডিও দেখি এবং ডাউনলোড করি তখন এই ইলেক্ট্রন গুলি দ্রুত কাজ করে। আর তখন তার তাপ উৎপন্ন হয় বেশি। প্রসেসরটি আমাদের মোবাইলের বডির সাথে লাগানো থাকে তাই প্রসেসর গরম হলে মোবাইলটিও গরম হয়ে যায়। তাই, আপনি যখন মোবাইল কিনতে যাবেন তখন, অবশ্যই যতটুকু সম্ভব পাওয়ারফুল প্রসেসর এর মোবাইল কেনার চেষ্টা করবেন।
[আরো পড়ুনঃ ] কাইনমাস্টার ভিডিও এডিটিং মোবাইল দিয়ে কিভাবে ?
[আরো পড়ুনঃ ] ইউটিউব ভিডিও কয়েকটি মারাত্মক ভুল ?
দূর্বল নেটওয়ার্ক এর কারণে মোবাইল গরমঃ
আমরা যখন কোন একটা জায়গায় থাকি তখন সে জায়গার মোবাইলের নেটওয়ার্ক মাঝে মাঝে খুবই দূর্বল হয়ে থাকে। তখন এই দূর্বল নেটওয়ার্ক এর কারনে সিগন্যাল পেতে মোবাইলটির ব্যাটারী চার্জ বেশি খরচ হয়। আর ইন্টারনেট কানেকশন পেতে প্রসেসর এর কাজ বেশি করতে হয় বা শক্তি প্রয়োগ করতে হয় বেশি।
তাই মোবাইলটিও স্বাভাবিকের চেয়ে গরম হয়ে যায় বেশী। মোবাইল গরম হলে কি করনীয়? এই সমস্যার সমাধান হলো আপনাকে ভাল মানের প্রসেসর আর উচ্চমানের ব্যাটারীসম্পন্ন মোবাইল ক্রয় করতে হবে, যা মোবাইলকে অস্বাভাবিক গরম হতে রক্ষা করবে।
ফ্রি মোডে ইন্টারনেট চালুঃ
মোবাইল ফোনে আমরা কি করি সব সময়,প্রায়শই আমরা নেট চালু রাখি। ফলে মোবাইল গরম হয়ে যায়। বিশেষ করে যখন ইন্টানেট সিগন্যাল অনেক লো কোয়ালিটি থাকে তখন মোবাইল প্রচুর গরম হয়। আবার মোবাইলে এমবি না থাকা অবস্থায় ইন্টারনেট চালু রাখলে মোবাইল গরম হয়ে যায়। যখন নেট থাকে না আমরা মোবাইলে ফ্রি FB চালাই বা ফ্রি নেট চালু করে মেসেঞ্জার অন করে রাখি। এতে মোবাইল বেশি গরম হয় এবং চার্জও দ্রুত কমতে থাকে।

মোবাইল গরম হলে কি করনীয়?
১.অনেকেই অনেক সময় স্মার্টফোনের সঙ্গে আমরা অতিরিক্ত কভার বা কেস ব্যবহার করে থাকি। এ ধরনের কেস ফোন থেকে বের হওয়া গরম আটকে রেখে ফোন বেশি গরম করে।তাই ফোন যদি অতিরিক্ত গরম হয় তবে এ ধরনের কেস বা কভার সরিয়ে ফেলুন।
২.সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন, একসাথে বেশি অ্যাপস চালু না থাকে। ফোনের অতিরিক্ত অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে আপনাকেই।
৩.সবসময় ওয়াইফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন। পাশাপাশি, সবসময় ডেটা চালু করে রাখা উচিত নয়।
৪.অনেকেই ফোনের সঙ্গে সারারাত চার্জার লাগিয়ে রাখেন। সারারাত চার্জ দেয়ার ফলে ব্যাটারির ওপর প্রভাব পড়ে এবং ফোন গরম হয়। অনেক সময় অতিরিক্ত গরমে ফোনে আগুন লাগার ঘটনাও ঘটতে পারে।
৫. আপনার ফোনটি মাঝে মধ্যে রিস্টার্ট দিন।
৬. মোবাইলের জাং ফাইল গুলো ক্লিন রাখুন। এতে করে আপনার মোবাইল অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পাবে।
[আরো পড়ুনঃ ] অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম ?
[আরো পড়ুনঃ ] How to Vidmate apk download ?
পরিশেষে মোবাইল গরম হলে কি করনীয়
প্রিয় পাঠক, নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন, মোবাইল কেন গরম হয়? এবং মোবাইল গরম হলে কি করনীয়? আপনারা যদি এই পোস্টে মোবাইল গরম হলে কি করনীয় সেটির উপর বিস্তারিত মোবাইল গরম হলে অনুসরণ করেন, তাহলে আপনার ফোনটিকেও গরম হওয়া থেকে ঠেকাতে পারবেন।
ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন ,সুস্থ থাকবেন। আর অবশ্যই টেকবাংলা এর পাশেই থাকবেন। যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন।
Pinterest– Tachbanglacom
FaceBook– Tachbanglacom
www.TachBangla.Com