সেরা ফেসবুক টিপস ও ট্রিকসের মেগা কালেকশন 2022 Tach Bangla

ফেসবুক টিপস : আজকে আপনাদের ফেসবুকের টিপস -এন্ড-ট্রিকস সম্পর্কে কথা বলেছি। যেগুলো প্রশ্ন জানার দরকার রয়েছে। ফেসবুকের টিপস এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি প্রায় 90% লোক জানে না

কিভাবে ফেসবুকে বেশি লাইক করা ব্যক্তিকে খুঁজে বের করবো ?

আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফেসবুক টিপস এর অসাধারুন ট্রিক । আপনি দেখবেন যে , এমন অনেকেই রয়েছে। যারা মূলত জানতে চান তার ফটোতে লাইক করা ছাড়াও তার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড ঠিক কোন কোন ফটো তে লাইক করে।

ফেসবুক টিপস – ব্যক্তিকে খুঁজে বের করবো

প্রথমে : আপনাকে সার্চ করে ক্লিক করতে হবে। এখানে আসার পর লিখতে হবে ফটো লাইক বাই এরপর আপনি আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের নামটা লিখবেন। আমি দেখানোর জন্য আমার বন্ধুর নাম কি লিখছি।

দ্বিতীয় – এরপর সার্চ এ ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে দেখবেন আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড কোন কোন পোস্ট এ লাইক করেছে এবং আপনি খুব সহজেই জানতে পারবেন।

\"ফেসবুকের

কিভাবে আমরা ফেসবুক টিপস থেকে লোকেশন বের করবো ?

ফেসবুক লোকেশন টিপস এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড লোকেশন চেক করতে পারবেন। সেই সাথে আপনি জানতে পারবেন, আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কোন সময় কোথায় ছিল।

লোকেশন ফেসবুক টিপস এর জন্য, আপনার মোবাইলটি হাতে নিতে হবে। তারপর আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এর ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড জানেন। তাহলে কাজটি নিজের মোবাইলে করতে পারবেন।

প্রথমে ফেসবুক ওপেন করতে হবে। দ্বিতীয়ত ৩ ডট এ ক্লিক করবেন। নিচের দিকে আসলে ওপেন Settings and Privacy এখানে ক্লিক করবেন। এরপর Settings -এ প্রবেশ করলে আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। এখানে আসলে দেখবেন একটি অপসন রয়েছে Location .

Location এখানে ক্লিক করবেন। এরপর Location History এখানে ক্লিক করলে আপনি সমস্ত Location History পাবেন।

তারপর এইখানে ক্লিক করার পর রয়েছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার এ ক্লিক করার পর চাইলে স্পেসিফিক কোন গাইড সিলেক্ট করার পর ওই দিনের সমস্ত লোকেশন চেক করতে পারবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এর মোবাইলের Location On থাকা চাই।

তবে কিন্তু ফেসবুক তার সমস্ত লোকেশন দেখতে পারবেন। একই সাথে এখানে কিন্তু সেভ করে রাখতে পারবেন।

মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিট করা যায় ?

আমরা কিভাবে নির্দিষ্ট কারো পোস্ট হাইড করবো? ফেসবুক টিপস

বর্তমান যুগ ফেসবুক সহ আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি চেক করলে দেখবেন যে Facebook -এ এমন কিছু বন্ধু থাকে। যারা কাজের থেকে অকাজের বেশি পোস্ট করে থাকে। যার ফলে আমরা অনেক বেশি ইরিটেড হই। আর আমরা চাই না এই সমস্ত গ্রুপ বন্ধুর কাছ থেকে রেগে গিয়ে তাকে আনফ্রেন্ড করতে কিংবা গুরুপ থেকে বেরিয়ে আসতে।

এক্ষেত্রে আপনি কি করবেন ?

এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। তার পোস্টগুলোকে Snooze করতে পারেন 30 দিনের জন্য। সহজ করে বলতে চাইলে আপনাকে যেটা করতে হবে।

\"ফেসবুক

একটি পোস্ট করা হয়েছে। এর পর আপনাকে ৩ ডট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন এখানে কয়েকটি অপসন দেখাচ্ছে। তার মধ্যে একটি অপসন রয়েছে – Snooze Nusrat for 30 days. আমরা যদি এখানে ক্লিক করি।

তাহলে কিন্তু পরবর্তী ৩০ দিন তার কোন রকম পোস্ট আমার কাছে আসবে না। এভাবে আপনারা যে কোন গ্রুপের পোস্টগুলো হাইড করতে পারবেন। – ফেসবুক টিপস !

ইউটিউব ভিডিও বানানোর কয়েকটি মারাত্মক ভুল

ফেসবুক এর ফটো বা ভিডিও কোয়ালিটি সমস্যা ?

আপনারা যারা ফেইসবুক ব্যবহার করেন। তারা হয়তো একটি বিষয় ভালোভাবে নোটিশ করেছেন। আমরা যখন কোন ফটো বা ভিডিও ফেসবুকে পোস্ট করি। পোস্ট করার আগে ফটো বা ভিডিও কোয়ালিটি খুব সন্দর এবং কোয়ালিটি থাকে। কিন্তু যখন ফেসবুক এ পোস্ট করা হয়। ঠিক তারপর তেমন ভালো কোয়ালিটি থাকে না। অর্থাৎ আমরা এইচডি কোয়ালিটি তে ফটো বা ভিডিও পোস্ট করতে পারি না.

কিভাবে HD কোয়ালিটি ফটো এবং ভিডিও আপলোড করবো ?ফেসবুক টিপস

আমরা ফেসবুক টিপস টি জানার পর , এখন থেকে আপনি চাইলে কাজ খুব সহজেই করতে পারবেন। অর্থাৎ এইচডি কোয়ালিটি ফটো বা ভিডিও পোস্ট করতে পারবেন। এর জন্য আপনাকে Settings ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে আসবেন।

তাহলে দেখবেন এখানে আরো অপসন রয়েছে। আপনারা Settings and Privacy তে ক্লিক করবেন। এরপর Settings এ ক্লিক করতে হবে। এরপর আপনারা নিচের দিকে আসলে পাবেন Media and Contacts এই অপসন এ ক্লিক করতে হবে।

এখানে ক্লিক করার পর Upload Photos in HD and Upload Photos in HD এই ২টি অপসন অফ করা রয়েছে। আপনারা এই ২টি কে অন করে দিবেন। এখন থেকে আপনি যে সমস্ত ফটো বা ভিডিও আপলোড করবেন। সব গুলাই দেখবেন অরিজিনাল এবং হাই কোয়ালিটি থাকবে। আপলোড হবে এবং পোস্ট করার পরও একই কোয়ালিটি থাকবে অর্থাৎ কোয়ালিটি লস হবে না। আপনি আপনার পোস্ট গুলো কে এইচডি তে দেখতে পারবেন

ব্লগিং করেন কিন্তু ব্লগ ওয়েবসাইটে ট্রাফিক নেই 

কিভাবে ফেসবুক টিপস অ্যাকাউন্ট নিরাপদ রাখবো ?

আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আগের থেকে অনেক বেশি নিরাপদ রাখতে পারবেন। কেউ যদি পাসওয়ার্ড জেনে যাই। এরপর সে আপনার ফেসবুক আইডি তে কিন্তু লগইন হতে পারবে না বা হ্যাক করতে পারবে না। এর জন্য আপনাকে Settings এ ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। তাহলে দেখবেন Settings and Privacy তে ক্লিক করতে হবে।

এরপর আপনার সামান্য একটি পেজ আসবে। এখন আপনি একটু নিচের দিকে আসবেন। তাহলে দেখবেন এখানে রয়েছে Two Factor Authentication এখানে ক্লিক করবেন। আর এখানে ক্লিক করার পর আপনার নেক্সট একটি কাজটি করতে হবে। আপনার ফেইসবুক এ নম্বর ভেরিফাই করতে হবে।

\"কিভাবে

সেখানে রয়েছে Get Started এ ক্লিক করেন। ক্লিক করার পর ফেসবুকের পাসওয়ার্ড দিতে বলবে। সেখানে আবার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে এরপর Continue-তে ক্লিক করার পর এখন আপনাকে আরো একবার Continue করতে হবে। ক্লিক করলে দেখবেন চলে আসবে ২টি অপসন শো করবে।

  • Text a security code to your phone
  • Identify photos of friends

তো আপনারা এই ২টি অপসন এর মধ্যে Text a security code to your phone ক্লিক করুন। ক্লিক করার পর ক্লিক করবেন আপনার সামনে আরো একটি পেজ চলে আসব। সেখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে বলবে। মোবাইল নাম্বার দিয়ে Continue তে ক্লিক করতে হবে। আপনাকে একটি OTP Code পাঠানো হবে।

OTP Code টা বসিয়ে Enter করার পর continue-তে ক্লিক করতে হবে। চলে এসেছি Continue-তে ক্লিক করার পর Text Message এই অপসন টি সিলেকশন করবো। এর পর আপনার নাম্বার এ আরো একটি কোড পাঠানো হবে। কোড টি বসিয়ে Continue তে ক্লিক করবেন। আপনার কাজ শেষ।
এই ভাবে আপনার ফেসবুক আইডি টি নিরাপদ এ রাখতে পারবেন।

TachBangla.com

Leave a Comment