ফেইসবুক মার্কেটিং কি ? ফেইসবুক মার্কেটিং কিভাবে করবো ? : ফেইসবুকে মার্কেটিং বর্তমানে জনপ্রিয় একটি স্থান করে নিয়েছে। ফেইসবুকে সবার সাথে Communication করা সব থেকে সহজ মাধ্যম। যার কারণে সবাই সব সময় পড়াশোনা আর কাজ কর্মে ব্যাস্ত থাকলেও সুযোগ পেলেই সবাই ফেইসবুক গাটাগাটি করে।
ফেসবুক মার্কেটিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা
বর্তমানে ফেইসবুকে বিজ্ঞাপন দেওয়াটা যুক্তযোগ্য। সাধারণত বিভিন্ন কর্মসংস্থান অথবা প্রোডাক্ট বিক্রেতা তার প্রোডাকশন বাড়ানোর জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে।বর্তমান যুগে টিকে থাকা খুবই কষ্টকর। যারা ডিজিটাল সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে বা পুঁজি করে তারাই পরবর্তীতে সাফল্যের উপহার গ্রহণ করে। সেই সাথে তারা বর্তমান যুগকে আধুনিকে যুগে রুপান্তরিত করতে সক্ষম হয়।
জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তার খাতিরেই বর্তমানে ফেইসবুক মার্কেটিং বিশাল একটি স্থান করে নিয়েছে। সুতরাং আমাদের ফেইসবুক মার্কেটিং কি ? এ বিষয়ে সম্যক ধারণা থাকা অত্যাবশ্যকীয়। অনলাইন মার্কেটিংয়ের এ প্রত্যেক কোম্পানী বা প্রতিষ্ঠানের ব্যবসা প্রচার-প্রচারণা এবং প্রসারণে সর্বোচ্চ ভূমিকা পালন করে ফেইসবুক মার্কেটিং। মানুষের সাথে যোগাযোগ করা।পাশাপাশি পণ্য বিক্রি করার উদ্দেশ্যে ফেইসবুক মার্কেটিংয়ের অবদানকে কখনোই আমরা অস্বীকার করা করতে পারবো না। চলুন বিস্তারিত জেনে আসি ফেইসবুক বুক মার্কেটিং কি?
[★★] সেরা ফেসবুক টিপস ও ট্রিকসের মেগা কালেকশন
ফেইসবুক মার্কেটিং কি ?
আপনি যদি ফেইসবুক মার্কেটিং মাধ্যমে আপনার প্রোডাক্টটি সবার কাছে বিক্রি করতে চান কিংবা ছড়িয়ে দিতে চা। তাহলে আগে অবশ্যই আপনার ফেইসবুক মার্কেটিং সম্পর্কে জানতে হবে এবং ফেইসবুক মার্কেটিং সংজ্ঞাটি ভালোভাবে বুঝতে হবে। ফেইসবুক মার্কেটিং এর সংজ্ঞাটি মূলত ফেইসবুকের মাধ্যমে কোন একটা কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে দেওয়া কিংবা প্রোডাক্ট এর একটি সবার কাছে ছড়িয়ে দেওয়াকে ফেইসবুক মারকেটিং বলা হয়। অর্থাৎ ফেইসবুকের মাধ্যমে ক্রয় বিক্রয় করা কি ফেইসবুক মার্কেটিং বলা হয়। ফেইসবুক মার্কেটিং এর ক্ষেত্রে মূল কেন্দ্রটি কাজ করে ফেইসবুক ব্যবহারকারীর উপর। যারা প্রতিনিয়ত ফেইসবুকে কাজ করে থাকেন।
ফেইসবুক মার্কেটিং কত প্রকার :
আমরা অনেকেই ফেইসবুক মার্কেটিং করে থাকি। অনেকেই ফেইসবুক সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা রয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ফেইসবুক মার্কেটিং কয় ধরনের হয়ে থাকে এবং ফেইসবুক মার্কেটিং কি কি ? কোন মার্কেটিং করলে সবথেকে বেশি রেসপন্স পাবো ?
[★★] কাইনমাস্টার ভিডিও এডিটিং মোবাইল দিয়ে ?
ফেইসবুক মার্কেটিং প্রধানত দুই প্রকার
১। ফ্রি ফেইসবুক মার্কেটিং
২। পেইড ফেইসবুক মার্কেটিং
এই দুইটি ফেইসবুক মার্কেটিং এর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হচ্ছে ফ্রি ফেইসবুক মার্কেটিং। বর্তমানে ফ্রি ফেইসবুক মার্কেটিং এর প্রচলন সবথেকে বেশি।

ফ্রি ফেইসবুক মার্কেটিং কি ?
ফ্রি ফেইসবুক মার্কেটিং এর সব থেকে জনপ্রিয় সহজ এবং লাভজনক একটি প্রক্রিয়া। শুধুমাত্র একটি ফেইসবুক পেজের মাধ্যমে আপনি ফেইসবুক মার্কেটিং করে নিতে পারেন খুব সহজেই। তবে আপনার ফেইসবুক পেজের মেম্বার এবং ফলোয়ার্স অনেক বেশি পরিমাণে থাকা জরুরি। তাছাড়া ফ্রি ফেইসবুক মার্কেটিং করতে পারেন আরও বিভিন্ন ধরনের উপায় খাটিয়ে।
উদাহরণস্বরূপ: কোন একটি প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, সেই প্রোডাক্ট এর ছবি , বর্ণনা এবং এফিলিয়েট লিংক সব গুলো সংগ্রহ করে একটা পোস্ট তৈরী করে নিতে পারেন। এর পর পোস্টটি আপনার পেইজে ছাড়বেন । পরবর্তীতে সেই পেজের লিংক টি আপনি বিভিন্ন ধরনের বড় বড় গ্রুপে শেয়ার করে দিতে পারেন। এতে করে আপনার প্রোডাক্ট এর রেসপন্স বেড়ে যাবে এবং প্রোডাক্ট এর রিচ অনেক বেড়ে যাবে। একই সাথে ক্লায়েন্ট পাওয়ার সম্বভনা অনেক বেশি থাকবে।
ফ্রি ফেইসবুক মার্কেটিং এর সুবিধা কি ?
ফ্রি ফেইসবুক মার্কেটিং একটি সুবিধা হল এটি কোন ধরনের ইনভেস্ট করা লাগেনা। তবে এটি করার জন্য অবশ্যই আপনার অনেকগুলো ফেইসবুক আইডি এবং ফেইসবুক গ্রুপে এড থাকা লাগবে। তাহলে আপনি এই কাজটি সহজেই করে নিতে পারেন।
পেইড ফেইসবুক মার্কেটিং কি ?
ফ্রি ফেইসবুক মার্কেটিং এর তুলনায় পেইড ফেইসবুক মার্কেটিং এর সুবিধা রয়েছে অনেক বেশি। তবে এর মধ্যে পেইড ফেইসবুক মার্কেটিং করা হয় টাকার বিনিময়ে । অর্থাৎ ফেইসবুক পেজের মধ্যে আমরা যখনই একটি পোস্ট করি ঠিক তার নিচেই বুষ্ট নামে একটি অপশন থাকে। সেই পোস্টে ক্লিক করে আমাদের নিজস্ব Card Add করার পরেই আমরা আমাদের Facebook Ads টি Run করাতে পারি। তো এক্ষেত্রে আমাদের অবশ্য একটি বিজনেস পেজ লাগবে। এই পেজের মাধ্যমে আমরা এড ক্যাম্পেইন করতে পারি।
পেইড ফেইসবুক মার্কেটিং এর সুবিধা কি ?
পেইড ফেইসবুক মার্কেটিং এর মাধ্যমে আমরা নির্দিষ্ট দেশ কিংবা নির্দিষ্ট ক্লায়েন্টকে টার্গেট করে আমাদের একটি রান করাতে পারি এবং অনেক দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট ক্লায়েন্ট ও পেয়ে যাই। তাছাড়া এই পেইড ফেইসবুক মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টটি সকলের কাছে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দিতে ।কোন ধরনের কার্যক্রম ছাড়াই শুধুমাত্র Ad করার মাধ্যমে। সেই সাথে পেইড ফেইসবুক মার্কেটিং এর মাধ্যমে আমাদের সরাসরি মেসেজ করার অপশন যুক্ত থাকে। যার কারণে যদি আমাদের প্রোডাক্ট টি নিতে চায় অবশ্যই আমাদের মেসেজ করতে পারবে।
[★★] ইউটিউব চ্যানেল খোলার সহজ নিয়ম
ফ্রী ফেইসবুক মার্কেটিং এবং পেইড ফেইসবুক মার্কেটিং দুইটা সম্পর্কে আমরা জেনেছি এবং দুইটি সুবিধা / অসুবিদা আমরা দেখেছি। সেই সাথে কোনটির মাধ্যমে আমরা বেশি পরিমাণে ক্লায়েন্ট নিতে পারব এবং সময় কম লাগবে সেটি সম্পর্কে উপরে বিস্তারিত বলা হয়েছে। আশা করি আমাদের পোস্টটি সবার ভালো লাগবে এবং উপকারে আসবে।
তাই অবশ্যই প্রতিদিনই আমাদের টেকবাংলা ওয়েবসাইটে ভিজিট করবেন এবং নিত্য নতুন পেতে অবশ্যই কমেন্ট করবেন।
ধন্যবাদ সবাইকে।