পড়া মনে রাখার গোপন কৌশল / পড়া মনে থাকে না কিংবা যেগুলো পড়ি সবই ভুলে যাই- এগুলো ছাত্র-ছাত্রীদের একটি সাধারণ সমস্যা ৷ অনেকেই হয় তো ভেবে থাকবেন, যদি পড়াশোনা না থাকত তাহলে জীবনটা কতই না আনন্দময় হতো! কিন্তু বাস্তবিকপক্ষে এটা কখনোই সম্ভবপর নয়৷ এজন্য পড়াকে সুন্দরভাবে মনে রাখার জন্য আমরা অনেকগুলো ভিন্ন ভিন্ন টেকনিক বা কৌশল অবলম্বন করতে পারি। সেই টেকনিক গুলোর উপর পড়াশোনা চালিয়ে যেতে পারলে আমাদের পড়াশোনা আগের থেকেও অনেক বেশি সহজ হয়ে যাবে।
যাই হোক, এখন আমি আলোচনা করব, পড়া মনে রাখার গোপন কৌশল নিয়ে।
যা সত্যি অনেক কার্যকর ও প্রমাণিত! তো চলুন জেনে নেই সেই কাঙ্ক্ষিত কোশলগুলো:-
যা শিখতে হবে সেই টপিকের প্রতি আগ্রহ অনুভব করা
সাধারণত মানুষের যে বিষয়ের প্রতি বেশি আগ্রহ জন্মায় সেই বিষয় খুব সহজেই আয়ত্ত করতে পারে৷ আসলে আমাদের মস্তিষ্কই এমন ভাবে তৈরি যে মানুষ আনন্দ বা দুঃখ সম্পর্কিত বিষয় বা ঘটনা দীর্ঘ সময় সহজে মনে রাখতে পারে ৷ এজন্য যেকোনো টপিক পড়ার সময় অবশ্যই আনন্দের সাথে পড়তে হবে- পড়া মনে রাখার গোপন কৌশল ৷ আর যদি বিষয়ের প্রতি আগের থেকেই অনীহা থাকে ৷ তাহলে কখনো পড়া মনে থাকবে না ৷ যদিও বা মনে থাকে ৷ তবে সেটার স্থায়িত্ব হবে অল্পদিন ৷ তাই আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কোন বিষয়ে পারদর্শী এবং কোন জিনিসটি আমাদের সবথেকে বেশি মনে রাখতে পারি।
[★★] English Subject Review Bangla
পড়া মনে রাখার গোপন কৌশল জেনে নিন
ছোট ছোট ভাগ করে মনোযোগ দিয়ে পড়া
আপনি যে বিষয় পড়বেন তা কয়েকটি অংশে ভাগ করে নিবেন৷ যেমন : ধরুন, আপনি ৫৪৩৮৭৯ সংখ্যাটি মনে রাখতে চান৷ সম্পুর্ন অংশ একসাথে মনে রাখার চেয়ে আপনি যদি এভাবে ৫৪৩ ও ৮৭৯ দুটি অংশে বিভক্ত করে মনে রাখেন৷ তাহলে সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে৷ তাই যেকোনো পড়া মনে রাখতে অল্প অল্প করে ভাগ করে পড়বেন৷
প্রচুর লিখতে হবে
মুখে মুখে পড়ার চেয়ে লিখে মনে রাখা বেশি কার্যকর৷ কারণ কথায় আছে, দশবার মুখে মুখে পড়া একবার লিখে পড়ার সমান৷ কোনো পড়া দীর্ঘদিন ধরে রাখতে অবশ্যই তা লিখতে হবে৷ পড়া মনে রাখতে লেখার কোনো বিকল্প নাই ৷
পড়া মনে রাখার জন্য ভোররাতে পড়া
রাতে ঠিকমত ঘুমানোর পড় যদি ভোর রাতে চারটা বা পাঁচটার দিকে উঠা পড়া যায় তাহলে সেই পড়া খুব দ্রুত মুখস্থ হয়৷ কারণ সারারাত ঘুমানোর কারণে আমাদের মস্তিষ্ক একদম সতেজ থাকে,তখন যা পড়া যায় তাই বেশি দিন মনে থাকে৷ পড়তেও খুব কম সময় লাগে ৷ তবে উল্লেখ্য, ঘুম থেকে উঠে মোবাইল ব্যবহার করা যাবে না ৷

বাস্তব জীবনের সাথে মিলিয়ে পড়া
এই টপিকটা শুনতে অদ্ভুত লাগলেও এটিও সবচেয়ে বেশি কার্যকর একটি উপায় পড়া দীর্ঘদিন মনে রাখার৷ ধরুন, আপনি বাংলা কোন গল্প পড়ছেন, গল্পে অবশ্যই কিছু প্রধান প্রধান চরিত্র থাকবে৷ বাস্তব জীবনে কার চরিত্রের সাথে গল্পের চরিত্রের মিল পান তা খুঁজে বের করুন৷ এতে পড়াটি দীর্ঘস্থায়ী হবে৷ আবার ধরুন, আপনি ইংরেজি ভোকাবুলারি পড়ছেন, একটা শব্দ Spiteful যার অর্থ হিংসুক৷ এখন আপনার একটা বন্ধু খুব হিংসুক৷ তাই আপনি শব্দটির অর্থ এভাবে মনে রাখতে পারেন যে অমক খুব Spiteful.
[★★] সেরা মোবাইল ফোন
পর্যাপ্ত ঘুমাতে হবে
অনেকই এমন আছেন যে, পড়তে পড়তে সকাল করে ফেলে৷ ফলে যথেষ্ট ঘুম হয় না৷ ফলে হিতে বিপরীত হয়৷ একজন ছাত্রকে অবশ্যই দৈনিক আট ঘন্টা ঘুমাতে হবে৷ এর থেকে বেশি ঘুম প্রয়োজন নেই৷ পর্যাপ্ত ঘুম হলে পড়া মনে থাকে ৷ অন্যদিকে, যদি ঘুমের ঘাটতি দেখা যায়, তাহলে পড়া মনে থাকবে না৷ এজন্য ঘুম বাদ দিয়ে সারাক্ষণ পড়বেন না৷ ঘুমের সময় অবশ্যই ঠিকঠাক ঘুমাতে হবে৷ অন্যথায় আপনার মস্তিষ্ক স্মৃতি ধারণ করতে ব্যর্থ হবে৷
[★★] Redmi note 11 Pro 5G
পড়া মনে রাখার গোপন কৌশল রিভিশন করা
পড়া মনে রাখার গোপন কৌশল / সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক হলো পুরনো পড়া বার বার রিভিশন করা৷ পুরনো পড়া রিভিশন না দিয়ে কখনো নতুন পড়া পড়বেন না৷ পড়া মুখস্থ করার সময় অবশ্যই সুন্দর করে দেখে মনে রাখার চেষ্টা করবেন৷ কারণ দেখা জিনিস মনে থাকে বেশিক্ষণ৷ অনেকে আছে যে, কোনো লাইন প্রথমে একবার দেখে তা বার বার না দেখে পড়ে মনে রাখার চেষ্টা ভুলেও করবেন না৷ এতে সময় বেশি লাগবে,আর যদি ভুলে যান তাহলে মনে করতে পারবেন না৷
[★★] পড়া মনে রাখার গোপন কৌশল ?
এই ছিল \” পড়া মনে রাখার জন্য কৌশল / পড়া মনে রাখার গোপন কৌশল\”এই টিউনটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন৷ আর এই সাইটটি নিয়মিত ভিজিট করবেন৷ আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি৷
পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ৷