আশা করি সবাই ভাল আছে, সুস্থ আছে। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও নতুন একটা টপিক নিয়ে। টপিকটি হল ডোমেইন ও হোস্টিং কি ? ডোমেইন ও হোস্টিং কিভাবে কাজ করে ?
ব্লগ নিয়ে বিস্তারিত ধারণাঃ
বর্তমান সময়ে সবাই ব্লগিং করে থাক। কেউ যে কোন নিশের উপর কাজ করে। অথবা কেউ গান, ভিডিও এডিটিং, শিক্ষা, এডুকেশন অথবা চাকরি পএিকা। যে যার মত করে যে কোন নিশের উপর কাজ করতে থাকে এ ব্লগিং সেক্টরে। ব্লগে নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটি ডোমেইন এবং হোস্টিং কিনে নিতে হবে। যার মাধ্যমে আপনি আপনার কাজটি পরিচালনা করে নিতে পারেন অনলাইনের মাধ্যমে। অর্থাৎ অনলাইনের মধ্যে আপনাকে পরিচয় স্থাপন করার জন্যই ডোমেন হোস্টিং কিনতে হবে।
[★★] ব্লগিং করেন কিন্তু ব্লগ ওয়েবসাইটে ট্রাফিক নেই ?
[★★] Affiliates Marketing কি ?
ওয়েবসাইট কি?
অনেকগুলো পেজ এর সমন্বয়ে গঠিত সাইটকে ওয়েবসাইট বলে।
একটি ওয়েবসাইট তৈরি ক্ষেত্রে কয়টি জিনিস লাগে?
ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রধানত দুইটি জিনিস লাগে। প্রথমটি হচ্ছে ডোমেইন এবং দ্বিতীয় টা হচ্ছে হোস্টিং। এই দুইটির সমন্বয়ে একটি পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি হয়।
এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে, ডোমেইন কি? ডোমেইন কি কাজে লাগে? এবং হোস্টিং কি? হোস্টিং কি কাজে লাগে? ডোমেইন এবং হোস্টিং এর মাধ্যমে কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। এছাড়াও আরো বিভিন্ন ধরনের প্রশ্ন। নিচে বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করব।
ডোমেইন কি? ( what is Domain )
ডোমেইন হচ্ছে আপনার অনলাইন জগতের একটি পরিচয় বহন করে থাকে। যদি আমরা সহজ ভাষায় বলতে চাই ডোমেইন হচ্ছে আপনার ঠিকানা। যেটি সার্চ করলে আমরা আপনাকে খুঁজে পাবে।
ডোমেন নাম কি ধরনের হতে পারে?
ডোমেইন বিভিন্ন নামের হতে পারে কিছু উদাহরণ দেওয়া হল। Com, org, edu, edu.bd, net, tk, ml ইত্যাদি। কিন্তু এগুলো শুধু ডোমেইনের নাম। বর্তমান অর্থে গুগলে এ ধরনের নামগুলি সাথে Extension ব্যবহার করতে হয় নিজে কিছু উদাহরণ দেওয়া হল।
এখানে Facebook হচ্ছে কোম্পানির নাম। অর্থাৎ Main Domain এর Extension। Main Domain (Dot) com। আসাকরি সবার ডোমেন সম্পর্কে একটি ধারণা হয়ে গেছে।
[★★] ইউটিউব ভিডিও কয়েকটি মারাত্মক ভুল।
[★★] কাইনমাস্টার ভিডিও এডিটিং।
হোস্টিং কি? ( What is Hosting )
আপনার নিজের ডোমেইনে জন্য গুগলের মধ্যে একটি জায়গা কিনে নেওয়া কে হোস্টিং বলে। হোস্টিং এটি হলো একটি সার্ভিস। যে সার্ভিসের মাধ্যমে আমরা আমাদের ডোমেইনটি কে গুগলের মধ্যে স্থাপন করে নিতে পারি। এই হোস্টিং সার্ভিসটি আমরা পৃথিবীর যেকোন প্রান্ত থেকে ব্যবহার করতে পারেন ইন্টারনেট সংযোগের মাধ্যমে। সেটি হতে পারে আপনার মোবাইলের মাধ্যমে অথবা সেটি হতে পারে আপনার কম্পিউটারের মাধ্যমে। আপনি সার্ভিসটি কন্ট্রোল করতে পারবেন ঘরে বসেই কিংবা অফিসে থেকে। এটি ব্যবহার এবং কাজ করতে পারবেন 24 ঘন্টা বাহিরে আথবা ঘরের মধ্যে।
হোস্টিং কত প্রকার?
উপরে আমরা জেনেছি হোস্টিং কাকে বলে এবং হোস্টিং কি? এখন আমরা জানবো হোস্টিং কত প্রকার? একটি ওয়েবসাইটের সিকিউরিটি এবং Space এর উপর ভিত্তি করে হোস্টিং কয় প্রকারের হয়ে থাকে? নিচে সব থেকে বেশি ব্যবহৃত হোস্টিং এর নাম সমূহ দেওয়া হল দেওয়া হল।
- শেয়ার হোস্টিং (Share hosting)
- ভার্চুয়াল প্রাইভেট হোস্টিং(V.P.S – Virtual Private Server)
- ক্লাউড হোস্টিং (Cloud Hosting)
- ডেডিকেটেড হোস্টিং (Dedicated Hosting)
[★★] ফেইসবুক মার্কেটিং কিভাবে করবো ?

ডোমেইন এবং হোস্টিং নিয়ে বিস্তারিত ধারনা।
যদি আপনি একটি ওয়েবসাইট তৈরি কথা ভাবেন। তাহলে অবশ্যই আপনার একটি ডোমেইন হোস্টিং কিনতে হবে। তার আগে জানতে হবে হোস্টিং কি? পৃথিবীতে আমরা যেমন জায়গা কিনে থাকি বসবাসের জন্য। ঠিক তেমনি অনলাইনে আপনার একটি ডোমেইনকে স্থাপন করার জন্য বা গুগলে রাখার জন্য একটি হোস্টিং এর প্রয়োজন হয়। অর্থাৎ গুগল অথবা অনলাইনের মধ্যে জায়গায় কিনতে হবে আর সেই জায়গাটিকে আমরা অনলাইনের ভাষায় হোস্টিং বলে থাকি। ডোমেইন এর জন্য হোস্টিং প্রয়োজনীয় এবং এটি বাধ্যতামূলক।
ডোমেইন এবং হোস্টিং কোথায় পাবো?
বর্তমানে বাহিরের দেশ ছাড়াও আমাদের বাংলাদেশের বেশ কয়েকটি ডোমেইন, হোস্টিং প্রোভাইডার রয়েছে। তাছাড়া যদি আপনার Master Card অথবা Visa Card থাকে।তাহলে আপনি বাহিরের ভালো হোস্টিং প্রোভাইডার থেকে কিনে নিতে পারেন। বর্তমানে সব থেকে শীর্ষে রয়েছেঃ Namecheap এর পর আরো অনেক Company রয়েছে।
ডোমেইন হোস্টিং কি লাইফলাইম ব্যবহার করা যাবে?
না। ডোমেইন এবং হোস্টিং Renewable। অর্থাৎ প্রতি বছর নির্দিষ্ট পরিমান টাকার বিনিময়ে আপনাকে Renew করতে হবে।
[★★] এমুলেটর কি কাজে ব্যবহার হয় ?
[★★] Elementor কি ? ওয়েবসাইট ডিসাইন করা যায় ?
ডোমেইন এবং হোস্টিং কত টাকা?
আপনার Hosting Space, Brand Width, SSD, SSL, Addon and Sub Domain সহ বেশ কিছু আপনার Budget অনুযায়ী ক্রয় করে নিতে পারেন। তাই ডোমেইন এবং হোস্টিং কেনার পূর্বে অবশ্যই ভালে Companies দেখে নিবেন। একই সাথে Support System রয়েছে কিনা জিজ্ঞেস করে নিবেন।
তো বন্ধুরা ডোমেইন এবং হোস্টিং নিয়ে আসাকরি আপনারা বিঝতে পেরেছেন। আবারও দেখা হবে নতুন পর্বে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের টেকবাংলা\’র পাশেই থাকুন।
ধন্যবাদ সবাইকে।