গুগল সম্পর্কে অজানা তথ্যসমূহ : গুগল(Google) সারা দুনিয়া জুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করছেন, এবং অনেকের কাছেই এটি তাদের অনলাইন কার্যক্রমে এক অনিবার্য অংশ হয়ে দাড়িয়েছে।
গুগল সার্চ ইঞ্জিন সম্পর্কে অজানা তথ্যসমূহ
গুগল প্রথমে সার্চ ইঞ্জিন হিসেবে প্রভাব বিস্তার করলেও, অবশ্য এখন আর এটি শুধুমাত্র সার্চ ইঞ্জিন নয়, এটি একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। আজ থেকে প্রায় 24 বছর আগে যখন গুগল আবিষ্কার হয় তখন সার্চ ইঞ্জিন হিসেবেই মানুষ একে চিনত। তখন ইন্টারনেটে এতো এতো তথ্যও ছিল না।
তাছাড়া, তখন Google Search Engine ব্যবহার করার জন্য গুগল একাউন্ট খোলার নিয়ম প্রয়োজন ছিল না। আর, বর্তমানে এতো এতো গুগল একাউন্ট তৈরি হয়েছে যে এখন আমরা গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম জানতে চাই। যাই হোক, আজকের আর্টিকালে আমরা গুগল সম্পর্কে অজানা তথ্যসমূহ এবং গুগল তৈরি হওয়া থেকে শুরু করে এই পর্যন্ত আসার পেছনের ইতিহাস নিয়ে কথা বলবো।
[★★] কম্পিউটার বা ল্যাপটপ কেনার আগে অবশ্যই সতর্ক থাকবেন
গুগল সম্পর্কে অজানা গুরুত্বপূর্ন তথ্যগুলো
১। গুগলের প্রতিষ্ঠাতা হলো ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। তখন তারা কলেজ পড়ুয়া ছিল।
২। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশিসংখ্যক ভিজিটেড ওয়েবসাইট বা সার্চ ইঞ্জিং।
৩। এমন কোনো ইন্টারনেট ব্যবহারকারী নাই যে এই ওয়েবসাইটটিতে অন্তত একবার ভিজিট করেনি।
৪। ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন চেয়েছিলেন এমন একটা ওয়েবসাইট তৈরি করতে যার মাধ্যমে অন্য ওয়েবপেজগুলোর একটা লিস্ট করা যাবে। এর ভিত্তি হবে অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে কতগুলো তাদের সাথে সংযুক্ত হয়েছেন ।
৫। গুগল শব্দটা উৎপত্তি \’গুগোল\’ (googol) থেকে। Googol হলো একটি বিশেষ সংখ্যার নাম।
একের পরে ৭ টি শূন্য বসালে যেমন এক কুটি হয়। ঠিক তেমনি একের পরে একশো শূন্য বসালে 1 Googol হয়।
৬। Googol নামটি দিয়ে বুজাতে চেয়েছিল তারা তাদের ওয়েবসাইট বিপুল পরিমাণ তথ্য ও উপাত্ত অনুসন্ধান করবে
৭. গুগলের হোম পেজে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা দিনের স্মারক হিসেবে যে ছবি ব্যবহৃত হয় তাকে গুগল ডুডল বলে।
৮। প্রথম গুগল ডুডল তৈরি করা হয়েছিল ১৯৯৮ সালে।
৯। গুগলের সবচেয়ে স্মরণীয় ডুডল হচ্ছে চাঁদের মধ্যে পানির আবিষ্কার।
১০। গুগল ইউটিউবকে কিনে নেয় ২০০৬ সালে।
[★★] সেরা ফেসবুক টিপস ও ট্রিকসের মেগা কালেকশন 2022
১১। গুগলের হেডকোয়ার্টার পরিচিত \’Google plex\’ নামে।
১২। Google plex ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবস্থিত।
১৩। সেখানে T-REX জাতীয় ডাইনোসরের একটি বিশাল মূর্তি রয়েছে। এই মূর্তির উপর অসংখ্য প্লাস্টিকের তৈরি গোলাপি ফ্ল্যামিঙ্গো বসিয়ে রাখা হয়েছে।
মনে করা হয়, এটি হচ্ছে কর্মচারীদের প্রতি এক সতর্কবার্তা যেন তারা কখনো গুগলকে বিলুপ্ত হয়ে যেতে না দেন।
১৪। গুগলের হেডকোয়ার্টারটি বিশাল বড়। এর ভেতরে অনেক বড় সবুজ মাঠ আছে। গুগল সম্পর্কে অজানা আশ্চর্যের বিষয় হলো এখানে ঘাস কাটার জন্য কোনো মেশিন ব্যবহার করা হয় না। বরং ছাগল ভাড়া করে নিয়ে এসে ঘাস খাওয়ানো হয়।
১৫। গুগল হচ্ছে পৃথিবীতে প্রথম বড় প্রযুক্তি কোম্পানি যারা তাদের কর্মচারীদের বিনামূল্যে খাবার পরিবেশন করে।

১৬। তাছাড়াও এখানে কর্মচারীদেরকে তাদের পোষা কুকুর অফিসে নিয়ে আসতে অনুমতি দেওয়া হয়।
১৭। গুগল ইমেজ সার্চ চালু করা হয় ২০০১ সালে।
১৮। ২০০৪ সালে ১লা এপ্রিলে গুগলের নিজস্ব ইমেইল সেবা Gmail এর কথা ঘোষণা করা হয় । দিনটি এপ্রিল ফোল ছিল বলে অনেকেই ভেবেছিলেন যে এটা আসলে একটা রসিকতা।
১৯। ২০০৬ সালে দেড়শ\’ কোটি ডলারেরও বেশি দামে গুগল ইউটিউবকে কিনে নেয় ।
এখন ইউটিউবের মাসিক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০০ কোটি এবং প্রতি মিনিটে ইউটিউবে ৪০০ ঘন্টার ভিডিও আপলোড হয়।
২০। গুগল সার্চে প্রায় ১৫ শতাংশ অনুসন্ধানই হচ্ছে একদম নতুন যা আগে কখনোই search করা হয় নি।
২১। গুগলের বছরে মোট ৬টি জন্মদিন আছে। কিন্তু তারা শুধু ২৭ সেপ্টেম্বরকেই জন্মদিন হিসেবে পালন করে।
২২। গুগলের নানা রকম কূটকৌশল আছে। যেমন, askew শব্দটি লিখে গুগলে সার্চ কর তাহলে দেখবেন পুরো পেজটাই একদিকে কাত হয়ে গেছে।
২৩। চাঁদে মানুষ পাঠাতে যতটুকু কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করতে হয়েছিল এখন মাত্র একটি গুগল সার্চে প্রায় সেই পরিমাণ কম্পিউটিং ক্ষমতা কাজে লাগানো হয়।
২৪। গুগল এখন আর শুধুমাত্র একটি সার্চ ইঞ্জিন নয়। ভবিষ্যতে এখানে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্ট্রিমিং-ভিত্তিক গেম খেলার ব্যবস্থা, এমনকি ড্রাইভারবিহীন গাড়ি।
আরো কত কিছু জানি গুগল আবিষ্কার করে। যাই হোক, আজকের আর্টিকালটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না।
Conclusion
আজকের আর্টিকালটি লেখেছি আমি Shakib Hasan একজন অনলাইন মার্কেটার এবং উদ্যোক্তা।
কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং সবাইকে গুগলের এই অজানা তথ্যগুলো জানতে শেয়ার করে সুযোগ করে দিন।
আর মন চাইলে আমার পার্সোনাল ব্লগটি ঘুরে দেখে আসতে পারেন – Techbdtricks.com
Write For Us– Contact Here