কাইনমাস্টার ভিডিও এডিটিং মোবাইল দিয়ে কিভাবে এডিট করা যায় ?

কাইনমাস্টার ভিডিও এডিটিং : আমাদের আজকের পোস্টার এর মাধ্যমে আপনার বিশ্বাস হবে যে , মোবাইল দিয়েপ্রফেশনাল ভিডিও এডিটিং করা যায়। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর দুনিয়ায় আমার দেখা সবচেয়ে সেরা এবং আমি শুরু করতে যাচ্ছি কাইনমাস্টার দিয়ে।

মোবাইল ভিডিও এডিটিং টিউটোরিয়াল এর প্রথম পর্বের আজকের এই সম্পূর্ণ পোস্টটি দেখার পর আপনি ভিডিও এডিটিং শিখে যাবেন। আর পরবর্তী পর্বগুলো আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি আবারও পোস্ট নিয়ে এসব। কিভাবে ভিডিও তৈরি করব?

কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়াল

আপনাদেরকে শেখাবো কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আপনারা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন।

কাইনমাস্টার এর মাধ্যমে ভিডিও এডিটিং

ভিডিও কাটাকাটি করা , ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা , ভিডিও সাবস্ক্রাইব ব্যবহার করা ভিডিও অডিও এডিটিং এবং ভিডিও এডিটিং এর বেসিক ব্যাপারগুলো আজকের এই কাইনমাস্টার ভিডিও এডিটিং পোস্ট মাধ্যমে জানতে পারবেন। আপনি যদি মোবাইল দিয়ে অথবা মোবাইলে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান তাহলে অবশ্যই কনটেন্ট এর উপর গরুত্ব দিতে হবে তার পাশাপাশি ভিডিও এডিটিং এর সম্পর্ণ ধারণা থাকতে হবে।

\"কাইনমাস্টার

আপনি একদম ভিডিও এডিটিং প্রফেশনাল ভাবে আরো সুন্দর করে ভিডিও এডিট করতে পারবেন কাইনমাস্টার দিয়ে। কাইনমাস্টার সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় একটি ভিডিও এডিটর এপ। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

ইউটিউব ভিডিও বানানোর কয়েকটি মারাত্মক ভুল

কাইনমাস্টার এর মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিটিং

ওপেন করার পরে আপনার সামনে প্রথমত অ্যাপ্লিকেশনটি করার জন্য একটা মেসেজ আসবে সেটাকে Allow করে দিবেন এবং তারপরে আপনার সাথে আরেকটি এসএমএস এর হার্ডওয়্যার পারফর্মেন্স এনালাইসিস কনফিগারেশন- এটাকে আপনি Run Analysis Now করে দিবেন। তাহলে আপনার ডিভাইস এর কনফিগারেশন অনুযায়ী খুব সুন্দর ভাবে কাইনমাস্টার ভিডিও এডিটিং App টি সেট হয়ে যাবে।

প্রথমত আমরা যখন কাইনমাস্টার এ প্রবেশ করবো থকন বাক্স আকারে একটি ইন্টারফেস আসবে। তখন আমাদের নতুন কোন প্রজেক্ট করার জন্য + অপশন আছে। সেখানে ক্লিক করবো।

প্রফেশনাল ভিডিও এডিটিং এর সাইজ নির্ধারণ 

কাইনমাস্টার ওপেন করার পর আপনি ৩টি সিলেকশন অপসন দেখতে পারবেন। এখানে আপনি যেকোনো একটা ভিডিও তৈরির সাইজ নির্ধারণ করে নিবেন। হতে পারে আপনার ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতে চান বা এডিটিং করতে চান। অথবা টিকটকের ভিডিও এডিটিং করতে চান। তাহলে সেক্ষেত্রে আপনাকে অপসন 9:16 সিলেক্ট করবেন।

আর যদি আপনি ইউটিউব ভিডিও বানাতে চান তাহলে আপনাকে 16:9 সিলেক্ট করতে হবে। অথবা যে অপসন গুলো রয়েছে। আর আপনি যেটা দিয়ে ভিডিও করতে চান ওইটাই সেলকেশন করে নিবেন ।

ব্লগিং করেন কিন্তু ব্লগ ওয়েবসাইটে ট্রাফিক নেই?

সিলেকশন করা হয়ে গেলে আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ভিডিও এডিটিং এর ইন্টারফেস চলে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ভিডিওটা কে এডিট করবো সেটা কানেক্ট করব এবং ইমপোর্ট করার পর কাটাকাটি করে ,এডিটিং করে নিবো। তারপর আমরা ভিডিও টা সন্দর ভাবে কমপ্লিট করব।

কাইনমাস্টার ভিডিও ইমপোর্ট 

ভিডিও ইমপোর্ট করার ক্ষেত্রে আবার দুইটা জিনিস খেয়াল করতে হবে। সেটা হলো আপনি যদি কোন গ্রিন স্কিন ভিডিও এডিট করেন। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। ভিডিও ব্যাকগ্রাউন্ড নেয়ার জন্য আমরা চলে যাব মিডিয়াতে। মিডিয়া তে আসার পরেই দেখতে পাবেন যেখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন।

অথবা আপনি আপনার যদি কোনো ডিভাইস থেকে কোন ব্যাকগ্রাউন্ড নিতে চাইলে নিতে পারেন।.কোন ভিডিও ব্যাকগ্রাউন্ড নিতে চান অথবা কোন ছবি ব্যাকগ্রাউন্ড জানতে পারবেন। যদি আমরা গ্রিন স্কিন ভিডিও এডিট করে করা শেষ। কিন্ত শেষের দিকে কিচু পরিমান লেয়ার থেকে যায় আপনি সেই লেয়ার টি ডিলিট করে দিবেন অর্থাৎ শুধু মাত্র বারতি অংশটুকো।

আমি কাইনমাস্টার পিক এডিটিং সম্পর্কে সব সময় আলোচনা করি সেই ধারণাকে আজকের এই পর্বে আমি তিনটা স্পেশল ফিচারস আপনাদেরকে জানাবো নাম্বার

  • 1. Fire VFX
  • 2. Mrwhosetheboss Text Breakdown
  • 3. 8mm Film Burn

পরবতী পোস্ট উপরের ৩টি টপিক এর উপর দেয়া থাকবে। তাই প্রতিদিন আমাদের ওয়েবসাইট এর পাশে থাকবেন।

ধন্যবাদ।

www.tachbangla.com

Leave a Comment