এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ দেখে নিন

Main Features

এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখে নিন ২০২২ : আসসালামুআলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন। আজকে ১৩ই ফেব্রুয়ারী , এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ প্রকাশিত হয়েছে। আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে বের করবেন আপনার মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে।

তাহলে দেরি না করে এখনি দেখে নিন আপনার রেজাল্ট কি হতে পারে। রেজাল্ট দেখতে অবশ্যই সম্পূর্ণ পোস্টটি দেখার চেষ্টা করুন।

এইচএসসি পরিক্ষার ২০২২ এর রেজাল্ট

আপনারা যারা ২০২১ সালের ডিসেম্বরে এইচএসসি পরিক্ষা দিয়েছেন তারা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছেন ২০২২ সালে এসে এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ দেখার জন্য। অনেকে কিছুটা অবাক হতে পারেন যে পরিক্ষা হলো ২০২১ এ কিন্তু আমি বলছি ২০২২ সালের রেজাল্ট! এর কারণ কী?

আসলে এই পরিক্ষা টি এমন সময় শেষ হয়েছে যেটাকে বলা যায় ২০২১ মানে পরিক্ষাটি ২০২১ এর। কিন্তু রেজাল্ট প্রকাশ হচ্ছে ২০২২ সালে। তাই আসলে আমরা আরটিকেল রাইটার রাও একটু কনফিউজড যে আসলে কোন টি ব্যবহার করবো। তবে এটা যেহেতু ২০২২ সালে প্রকাশিত হচ্ছে তাই আমরা এটিকে ২০২২ সালের রেজাল্ট হিসেবে আর্টিকেলে আক্ষায়িত করছি।

 

[আরো পড়ুনঃ ]  মোবাইল গরম হয় কেন?

[আরো পড়ুনঃ ]  Vidmate apk Download 2022

 

এইচএসসি পরিক্ষার রেজাল্ট ২০২২ সালের কত তারিখে দিবে?

আরো কিছুদিন আগে এটি সি পরীক্ষার ফলাফল নিয়ে অনলাইন সহ বেশকিছু সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলাপ আলোচনা হয়েছে। সবার একটাই প্রশ্ন 2021 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের এইচএসসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে ? এই নিয়ে সবাই অনেক চিন্তিত এবং উত্তেজনা সৃষ্টি করেছে। সবাই অধীর আগ্রহে বসে আছে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

কিছুদিন পর আগামী 10 ফেব্রুয়ারি 2022 তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, আগামী 13 ফেব্রুয়ারি 2020 এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ প্রকাশিত হবে। সেই সাথে আরও জানানো হয়েছে যে 2021 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল 13 ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে এবং একটি স্থির করে রাখা হয়েছে অর্থাৎ কোনো ধরনের পরিবর্তন হবে না।

এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য কলেজ এ যেতে হবে ?

বর্তমানে সকল শিক্ষাপ্রতিষ্ঠান কলার সহ আরো কয়েকটি ভাইরাসের জনিত সমস্যার কারণে বন্ধ রাখা হয়েছে। এই অবস্থায় আমাদের অর্থাৎ শিক্ষক-শিক্ষার্থীদের কলেজে গিয়ে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখা হয়তো সম্ভব হবে না। সে বিষয়ে অনেকেই চিন্তাগ্রস্থ। এই সমস্যাটি সমাধান করার জন্যই আমাদের আজকের এই পোস্ট। আশা করি সবার উপকারে আসবে এবং যে যার মতো ঘরে থেকে অর্থ বা নিজের জায়গায় থেকেই এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ দেখতে পারবেন।

[আরো পড়ুনঃ ]  সেরা দামে মোবাইল ফোন ২০২২

[আরো পড়ুনঃ ]  How should I prepare for UPSC interview?

[আরো পড়ুনঃ ]  এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ দেখে নিন?

 

এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখে নিন ২০২২

2021 সালের অনেকেই আছেন যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে। তারা বর্তমানে অধীর আগ্রহে করে বসে আছে ,তাদের 2022 সালে এসে পরীক্ষা দেওয়ার পর তাদের নিজস্ব রেজাল্ট দেখার জন্য। আমার টাইটেল টা শুনে অবশ্যই অনুকে হতবাক হয়ে গেছেন যে আমি 2021 না বলে 2022 কেন বলতেছি। এর প্রধান কারণ হচ্ছে যারা 2021 সালের পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্টই অর্থাৎ তাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ প্রকাশিত হয়েছে 2022 সালের 13 ই ফেব্রুয়ারি। 2022 সালে যেহেতু পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই অনুপাতে টাইটেল রাখা হয়েছে “এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখে নিন ২০২২”

এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ দেখার পদ্ধতি

2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে । এখন পরীক্ষার মানবন্টন এবং পরীক্ষার পদ্ধতি ভিন্ন হওয়ার কারণে অনেকেই সমস্যার সম্মুখীন হতে পারেন। যে আমাদের রেজাল্ট দেখার পদ্ধতির মধ্যে কোন ধরনের পরিবর্তন থাকবে কি? আসলে কোন ধরনের পরবর্তী থাকবে না। পূর্বের ন্যায় এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ আপনি দেখতে পারবেন দুইটি নিয়ম অনুসারে।

এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার পদ্ধতি দুটি কী কী ?

১) ইন্টারনেট সংযোগ ব্যবহার করে এইচএসসি পরীক্ষার রেজাল্ট

২) এসএমএসের মাধ্যমেএইচএসসি পরীক্ষার রেজাল্ট

এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য উপরে দুইটি পদ্ধতি নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

 

১) ইন্টারনেট সংযোগ ব্যবহার করে এইচএসসি পরীক্ষার রেজাল্ট

 

১/ সবার প্রথমে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য EducationBoardResults.com লিংক এ দেওয়া সাইটে চলে যাবেন।

২/ লিঙ্কে দেওয়া সাইটে ভিজিট করার পর এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার একটি হোমপেজ শো হবে। সেই পেজের মধ্যে অনেকগুলো বক্স থাকবে সেই সবগুলো বক্সে আপনাকে ফিলাপ করে নিতে হবে তাহলে আপনার রেজাল্ট দেখতে পারবেন।

\"ইন্টারনেট

Examination: এই বক্সে আপনাকে আপনার পরীক্ষার নামটি সিলেকশন করে নিতে হবে আপনার যদি কলেজে পড়েন তাহলে HSC আর আপনি যদি মাদ্রাসায় পড়েন তাহলে Alim সিলেক্ট করবেন।

Year: আপনি কোন সালে পরীক্ষা দিয়েছেন সে সালটি এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি এইবার পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনাকে 2021 সিলেক্ট করে নিতে হবে।

Board: বাংলাদেশের মধ্যে অনেকগুলো বোর্ড রয়েছে। আপনি যে বোর্ড কিংবা জেলায় পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড অথবা জেলাটি সিলেক্ট করে নেবেন।

Roll: আপনার এইচএসসি পরীক্ষার এডমিট কার্ড অনুসারে আপনার পরীক্ষার রোল নাম্বার টি এখানে উপস্থাপন করুন।

Reg: No: আপনার এইচএসসি পরীক্ষার এডমিট কার্ড অনুসারে আপনার পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার টি এখানে উপস্থাপন করুন।

7+8 : উল্লেখিত সংখ্যার মধ্যে আপনাকে কয়েকটি ভেরিফিকেশনের জন্য যোগ-বিয়োগ দিতে পারে অবশ্যই লক্ষ রেখে সেটি পূরণ করুন।

উপরের ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন করা হয়ে গেলে, একটু নিচের দিকে নেমে দেখবেন যে Submit নামে একটি অপশন আছে। আপনারা Submit এ ক্লিক করুন।

সবকিছু ঠিক থাকলে পরবর্তী একটি পেজ ওপেন হবে সেই পেজের মধ্যে আপনাদের রেজাল্ট শো করবে। এভাবেই অনলাইনের মাধ্যমে আপনি নিজের এইচএসসি রেজাল্ট নিজে বের করতে পারবেন।

 

[আরো পড়ুনঃ ]  অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন?

[আরো পড়ুনঃ ]  গেমিং মাউস কেনার আগে যে বিষয় গুলো জানতে?

 

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এইচএসসি পরিক্ষার ২০২২ এর রেজাল্ট

১. আমি আপনার মোবাইল ফোনের মেসেজ অপশন টি ওপেন করুন।
২. নিচের নিয়ম অনুসারে মেসেজের টেক্সট গুলি লিখুন :

HSC <S‌pace> Board <Spac‌e> Roll <Spac‌‌e> Year <Space‌‌> And Send To 16222 This Number.

Note : উপরের টেক্সটিং হুবহু লিখে সেন্ড করে দিলে আপনার রেজাল্টে শুরু হবে না কিংবা আসবেনা মোবাইল ফোনে। এর কারণ হলো আপনাকে কিছু পরিবর্তন করতে হবে উপরের টেক্সট এর মধ্যে।

প্রথমে Board এর যায়গায় আপনি এবার যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম লিখতে হবে।
উদাহরণ : Dhaka = DHA, এবার Roll নং এর যায়গায় আপনার এডমিট কার্ড অনুসারে এইচএসসি রোল দিন, আপনি কোন সালের পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন সেই পরিক্ষার বছর দিন। আর পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

মনে করুন , আপনি এবার ঢাকা বোর্ড থেকে আপনার এইচএসসি পরিক্ষা দিয়েছেন। আপনার রোল ছিলো ১৫৮৪৭৫, আর আপনার পরীক্ষার সালটি ছিল ২০২১ সাল। এভাবে আপনার মেসেজটি পরিবর্তন করে নেবেন

HSC DHA 158475 2021
And send to 16222

এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য সকল বোর্ডের শর্টকাট

 

  • Dhaka Board — DHA
  • Chittagong Board — CHI
  • Comilla Board — COM
  • Rajshahi Board — RAJ
  • Dinajpur Board — DIN
  • Sylhet Board — SYL
  • Barisal Board — BAR
  • Jessore Board — JES
  • Madrasah Board — MAD
  • Technical Board — TEC

 

আশা করি আপনারা উপরের তথ্য অনুসারে আপনাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট টি সবার আগে দেখে নিতে পারেন। এরপরেও যদি কারো কোন সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের পোষ্টের মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে প্রতিদিন করবেন। এডুকেশন সহ বেশকিছু টেকনোলজি নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করে থাকি। যদি কেউ পোস্ট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।

তো বন্ধুরা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং সবার যাতে পরীক্ষার রেজাল্ট ভালো হয় এই আশা নিয়েই আজকের পোস্টটি এখানেই শেষ করলাম যদি কোন সমস্যা হয়ে থাকে আমাদেরকে জানাবেন। পরবর্তী আরও সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আসার চেষ্টা করব আপনার জন্য। সে পর্যন্ত টেকবাংলার পাশেই থাকুন।

ধন্যবাদ সবাইকে।

www.TachBangla.Com