মোবাইল বা কম্পিউটারে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২২ : ইউটিউব বর্তমানে একটি বিশাল হারে এর ব্যবহারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে ইউটিউব চ্যানেলের এর সংখ্যা। দৈনন্দিন জীবনে সবাই ইউটিউব চ্যানেল কে কাজে লাগিয়ে তার নিজস্ব ভিডিও কনটেন্ট এর মাধ্যমে মানুষকে সচেতন এবং অনুৎসাহিত কাজে উৎসাহিত করতে পারে।
সেইসাথে এটি বিশাল একটি ট্রাফিকের সমাহার বলা যায়। এর কারণ হলো নিজস্ব ইউটিউব ভিডিও কনটেন্ট এর মাধ্যমে বিশাল একটি ট্রাফিক নিয়ে আসতে পারে।
একটি ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিদিনই কোটি কোটি ভিডিও আপলোড হয়। তাই বর্তমানে ইউটিউব চ্যানেল খোলার কারণ সমূহ যুক্তিসমূহ যুক্তিযুক্ত। একটি ইউটিউব চ্যানেল খোলা বেশ কিছু নিয়ম রয়েছে। সেই সকল নিয়ম মেনে যেকেউ খুব সহজেই একটি ইউটিউব চ্যানেল খুলে নিতে পারেন। এ কারণে ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত যুক্তিযোগ্য।
- আপনি কি ইউটিউবার হতে পারবেন?
- আপনি কি একটি ইউটিউব চ্যানেল খুলতে চান ?
- ইউটিউব চ্যানেল খোলার জন্য টাকা লাগবে?
- মোবাইল দিয়ে কি আমি একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবো?
[★★] ফ্রি ফায়ার রেডিম কোড ২০২২ Free Fire Redeem Code Free 2022
আশা করি সবারই এই ধরনের প্রশ্ন রয়েছে মনের মধ্যে। তাদের এই সমস্যাটি সমাধান করার জন্য আমার এই পোস্টটি সম্পূর্ণ পড়বেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে কম্পিউটার অথবা মোবাইল দিয়ে একটি ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।
ইউটিউব কি ?
ইউটিউব হলো ফ্রি অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মে মাধ্যমে যে করি তাদের নিজস্ব ভিডিও কনটেন্ট আপলোড করতে পারেন। এটি একটি মুক্ত প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম কে কাজে লাগিয়ে অনেক ইউটিউবাররা তাদের কর্মস্থান তৈরি করে নিয়েছেন। ইউটিউব তৈরি হয়েছিল 2005 সালে। ইউটিউব তৈরিতে তিনজন প্রাক্তন পেপাল কর্মচারী যুক্ত ছিলেন। নাম সমূহ : চেড হার্লি, স্টিভ চেন ও জাওয়েদ করিম ( বাংলাদেশী ) ।
প্রথমে দিক থেকেই ইউটিউব এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। তবে পরবর্তীতে অর্থাৎ ২০০৬ সালে গুগোল ইউটিউব কে কিনে নেয় ১.৬৫ বিলিয়ন ডলারের বিনিময়ে। বর্তমানে ইউটিউব গুগল এর মাধ্যমে পরিচালিত হয়।
[★★] গুগল সম্পর্কে অজানা তথ্যসমূহ
ইউটিউব চ্যানেল কি ?
ইউটিউবে যদি আপনি ভিডিও আপলোড করতে চান তাহলে সেখানে আপনার একটি একাউন্ট খুলে প্রোফাইল তৈরি করতে হবে। ফেসবুকে যেমন আপনার একটি প্রোফাইল আছে, কিছুটা সেরকম। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য যে প্রোফাইল তৈরি করা হয় সেগুলোকেই ইউটিউব চ্যানেল বলা হয়।
ইউটিউব এবং ইউটিউব চ্যানেল দুটি ব্যতিক্রম অর্থ প্রকাশ করে। প্রথমত ইউটিউব খোলো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। অন্যদিকে ইউটিউব চ্যানেল হচ্ছে ইউটিউব এর মধ্যে নিজস্ব একটি প্রোফাইল তৈরি করে নেওয়া।
উদাহরণস্বরূপ আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকি। এখানে ফেসবুক হচ্ছে একটি কোম্পানি।ফেসবুকের মধ্যে আমরা একাউন্ট তৈরী করতে পারি। পরবর্তীতে আমাদের একটি ইউজার নেম এবং প্রোফাইল সহ আরো অনেক কাজ করার সুযোগ-সুবিধা পাই।
[★★] কোভিড ১৯ টিকা নিতে পারবেন?
ঠিক তেমনি ইউটিউব চ্যানেলের মধ্যে আমার নিজস্ব একটি প্রোফাইল তৈরি করে নিতে পারি।সে প্রোফাইলটি আমরা সাজাতে পারি এবং আমাদের ভিডিও গুলো আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে দিতে পারি। কেউই যখন আমাদের চ্যানেল লিখে সার্চ করবে তখনই আমাদের ভিডিওগুলি তার সামনে শো হবে। আশা করি ইউটিউব এবং ইউটিউব চ্যানেল দুটি অর্থই আপনারা বুঝতে পেরেছেন।

ইউটিউব চ্যানেল খুলতে কি লাগে ?
ইউটিউব চ্যানেল খুলতে কি লাগে – আশা করি এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না। আপনারা যারা জানেন না তাদের জন্য উল্লেখ করলাম। একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার কম্পিউটার কিংবা মোবাইল ফোনের মধ্যে ইন্টারনেট সংযোগ রাখতে হবে। এরপর কয়েকটি ধাপ অনুসরন করে খুব সহজেই আপনার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। সেইসাথে ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার একটি পার্সোনাল অথবা বিজনেস জিমেইল / গুগল একাউন্ট লাগবে।
১. ইন্টারনেট সংযোগ
২. কম্পিউটার কিংবা মোবাইল ফোন
৩. জিমেইল / গুগল একাউন্ট
৪. মোবাইল নম্বর
[★★] Redmi note 11 Pro 5G সেরা মোবাইল ফোন বাংলা Review 2022
ইউটিউব চ্যানেল কত প্রকার ?
প্রধানত ইউটিউব চ্যানেল দুই প্রকার হয়ে থাকে। যথা :
১. পার্সোনাল চ্যানেল
২. ব্র্যান্ড চ্যানেল।
পার্সোনাল চ্যানেল
পার্সোনাল চ্যানেল হলো, যেসকল চ্যানেল সমূহ শুধুমাত্র একজন ব্যক্তি নিয়ন্ত্রণ করে থাকে সেই সকল চ্যানেল সমূহকে পার্সোনাল চ্যানেল বলা হয়।
ব্র্যান্ড চ্যানেল
ব্র্যান্ড চ্যানেল হল , যেসকল চ্যানেল সমূহ একাধিক ব্যক্তি অথবা একটি কোম্পানি নিয়ন্ত্রণ করে থাকে সেই সকল চ্যানেল সমূহকে ব্র্যান্ড চ্যানেল বলা হয়।
একটি কথা আছে যে পার্সোনাল চ্যানেলের থেকেও ব্র্যান্ড চ্যানেলকে অনেক বেশি প্রফেশনাল লুক দেওয়া হয়।
পার্সোনাল এবং ব্র্যান্ড চ্যানেল এর মধ্যে পার্থক্য কি?
ধরুন আপনার একটি বাড়ি রয়েছে। তো আপনি সেই বাড়িটির সুন্দর একটি ভিডিও তৈরি করে সেটি আপনার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিলেন। আপনার সেই ভিডিওটি ইউটিউবে পাবলিশ পাওয়ার পরে অনেক মানুষ দেখবে এবং আপনার প্রশংসা করবে। এটি হচ্ছে একটি পার্সোনাল চ্যানেল এর বৈশিষ্ট্য।
অপরদিকে আপনার বাড়িটির মধ্যে কয়টি রুম রয়েছে, কয়টি ডাইনিং রুম রয়েছে , রুমগুলোর কোয়ালিটি কেমন , বাড়ির ডিজাইন কেমন এবং বাড়ির কোয়ালিটি কি ধরনের। আমি কি কি সুযোগ সুবিধা পাব ? কি সুযোগ সুবিধা পাব না ? সবকিছুই বিক্রির লক্ষ্যে যখন রিভিউ ভিডিওটি তৈরি করে ইউটিউবে ছাড়া হয়। তখন সে চ্যানেলের ভিডিও গুলো কে আমরা ব্র্যান্ড চ্যানেল বলে থাকি।
অর্থাৎ যেখানে কোম্পানি বিক্রি করার লক্ষে কিংবা প্রোডাক্ট এর সেলস বাড়ানো জন্য ভিডিও তৈরী করে আপলোড দিয়ে দেয় তাকেই আমরা ব্র্যান্ড চ্যানেল বলে থাকি। আশা করি আপনারা এই দুইটি চ্যানেল এর পার্থক্য বুঝতে পেরেছেন।
তবে আপনি যে কোন ধরনের ইউটিউব চ্যানেল খুলুনই না কেন। দুটি চ্যানেলের বৈশিষ্ট্য একই না হলেও দুটি চ্যানেল এ কার্যক্রম কিন্তু সম্পূর্ণ একই। আর ইউটিউব এর মূল লক্ষ্যই হলো ভিডিও কনটেন্ট আপলোড দেওয়া।
[★★] Redmi note 11 Pro 5G
মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।
আপনার যদি আগে থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি মোবাইলে ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করে ইন্সটল করার পর আপনাকে একটি জিমেইল অথবা গুগোল একাউন্ট তৈরি করে নিতে হবে। মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা একেবারেই সহজ। উপরের কাজগুলো সফল ভাবে করে নিতে পারলে নিচে উল্লেখিত কাজ অনুসারে চেষ্টা করুন। মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম :
১. ইউটিউব অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন।
২. জিমেইল একাউন্টে লগইন করুন।
৩. ছবিতে দেওয়া উপরে ডানদিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন।
৪. এরপর Your Channel সিলেক্ট করুন।
৫. আপনার চ্যানেল এর নাম দিয়ে Create Channel চাপুন।
ব্যাস! আপনার ইউটিউব চ্যানেল তৈরী হয়ে যাবে।
কম্পিউটার থেকে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।
কম্পিউটার থেকে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন সহজেই । ইউটিউব চ্যানেল খোলার নিয়ম :
১.প্রথমে Chrome ব্রাউজারটি ওপেন করুন।
২. YouTube.com এ প্রবেশ করুন।
৩.আপনার গুগল অথবা জিমেইল একাউন্ট সাইনআপ না থাকলে সাইনআপ করে নিন।
৪.একদম উপরে ডানদিকে প্রোফাইলে এখানে ক্লিক করুন।
৫.My Channel এ ক্লিক করুন।
৬. আপনারা চ্যানেল একটি নাম লিখে Create এ ক্লিক করুন।
উপরের কাজগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনার একটি ইউটিউব চ্যানেল খুলে যাবে।
তো বন্ধুরা আজক এই পর্যন্তই আবার দেখা হবে ইউটিউব এর অন্য কোন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভাল থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের টেক বাংলার পাশেই থাকুন। Shop Tips24.com
ধন্যবাদ সবাইকে।